একটি সিমের দাম ১৬ কোটি ৮০ লাখ টাকা

লিখেছেন লিখেছেন অরুণোদয় ১১ মার্চ, ২০১৪, ০৯:২৫:৪২ রাত





একটি ভিআইপি সিমের দাম ১৬ কোটি ৮০ লাখ টাকা। খবরটি শুনে চমকে উঠলেন পাঠক? চমকে উঠার মতো খবর বটে।

ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। একটি দাতব্য প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ করার জন্য নিলামের মাধ্যমে ৭৭৭-৭৭৭৭ নম্বরের সিমটি বিক্রি করে 'এতিসালাত' নামের মোবাইল অপারেটর কোম্পানি। সিমের ক্রেতা তার নিজের পরিচয় প্রকাশ করেননি।

আবু ধাবির 'আমিরাত পেলেস' এবং দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারের 'আরমানি হোটেলে' অনুষ্ঠিত নিলামে মোট ৬০ জন আগ্রহী ক্রেতা অংশগ্রহণ করেন।

মজার বিষয় হলো, সিমের ক্রেতা সিমটির প্রকৃত মালিকানা বা স্বত্বাধিকার পাবেন না। কারণ, দেশটির 'টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা'র (টিআরএ) আইন অনুসারে সকল মোবাইল ফোন নম্বর এবং ল্যান্ড ফোন নম্বরের মালিক সরকার নিজে।

তবে সিমের ক্রেতা আকর্ষণীয় 'ডায়মন্ড প্লাস প্যাগেজের' আওতায় দুই বছরের জন্য সিমটি ব্যবহার করতে পারবেন। প্রতি মাসে তিনি ফ্রি পাবেন- লোকাল কলের জন্য ২২,৫০০ মিনিট, আন্তর্জাতিক কলের জন্য ২,২৫০ মিনিট, ১০০ জিবি ডাটা, ২২,৫০০ টি লোকাল এসএমএস এবং ৩০০ ইনকামিং রোমিং মিনিট।

একই নিলাম অনুষ্ঠানে ৭৭৭-৭৭৭০ নম্বরের সিমটি বিক্রি হয় ২ কোটি ৭২ লাখ টাকায়। নিলামের আগে জানানো হয়, যে কোন সময় 'বিশেষ সিমের' নম্বর পরিবর্তন বা প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সূত্র: বিবিসি

ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই

- See more at: http://www.timenewsbd.com/news/detail/6624#sthash.S6RXh1SA.dpuf

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190827
১১ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
190862
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৫৫
বিন হারুন লিখেছেন : মজা পেলাম আমার একটি দেশী সীম আছে যার নম্বর ৯৯৯৯-৪৭ যেটি আমার বন্ধু ১১০০ টাকা মতো বলেছিল.দেখি বিশ বছর পরে চট্টগ্রামে হোটেল আল্ সালাদিয়াতে নিলাম ডাকবো. দোয়া করবেন Happy
190874
১১ মার্চ ২০১৪ রাত ১০:১৪
শিশির ভেজা ভোর লিখেছেন : বলেন কি ভাই আমি তো হার্টফেল করব্যার লচ্চিলাম। Surprised Surprised Surprised
190917
১২ মার্চ ২০১৪ রাত ১২:০১
এলিট লিখেছেন : অসুবিধা নাই। কয়েকদিন পরে ওই নম্বরে ফোন করলেই সিম কার্ড এর ক্রেতার পরিচয় জানা যাবে।
191358
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৪১
সজল আহমেদ লিখেছেন : বাহবা দিবার মুঞ্চাইত্ছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File