প্রস্তুতি......

লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৮ ডিসেম্বর, ২০১৩, ১২:৪৫:৫১ রাত

আমি মানসিকভাবে প্রস্তুত। সব সময় এমন প্রস্তুত থাকতে চাই। একটা সময় ছিল, যখন চারপাশের পৃথিবী ওলটপালট মনে হচ্ছিল।

কিন্তু অনেক চিন্তা-ভাবনার পর আমার মন শক্ত হয়েছে। আমি সব কিছুকেই স্বাভাবিকভাবে গ্রহন করতে চাচ্ছি। অতীতে যা ঘটেছে এখনো তাই ঘটবে বলে আমি মনে করি।

যারা সত্যের পথে থেকেছেন তারা সব সময় নির্যাতিত হয়েছেন। আরাম-আয়েশের সাথে বন্ধুত্ব করে কখনো শান্তি বা ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম এসেছে কষ্টের পরে। সব নবী-রাসূল জালিমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছেন। সবচেয়ে বেশি কষ্ট করেছেন হযরত মুহাম্মদ (সাঃ)।

তার উম্মত সত্যের পথে থাকলে জুলুমের শিকার হবে এটাই হক কথা। নিকট অতীতে মিশর, ইরান ও তুরস্কের ভাইরা রক্ত দিয়েছেন। তাই আমি মনে করি রক্ত ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

আব্দুল কাদের মোল্লার ফাসির রায় কার্যকর করা হলে আমি সেটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করব। আমি ধরে নিব, শান্তি তথা ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন।

তবে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। যারা জুলুম করছে তাদের বিচার একদিন হবেই। আমিসহ আমরা যারা বেচে থাকব তারা কাজ করে যাব দ্বীন প্রতিষ্ঠার জন্য।

আন্দোলন করার পাশাপাশি আমি চাই নিজেকে জ্ঞানের দিক থেকে উপযুক্ত করে তৈরী করতে।

‍‍‍‍"যত বাধা-বিঘ্ন, অত্যাচার উৎপীড়নই আসুক না কেন, তবুও মাউন্ট এভারেস্টের মতো মাথা উচু করে দাড়িয়ে স্বীয় উদ্দেশ্য সাধন ও কর্তব্য পালন করার জন্য নিরবিচ্ছিন্ন চেষ্ট, সাধনা ও সংগ্রাম করতে হবে (হক, ১৯৮৭: ১৪৭)।"

তথ্যসূত্র: হক, শামসুল। (১৯৮৭)। জেহাদ ও তাবলিগ। বৈপ্লবিক দৃষ্টিতে ইসলাম। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

বিষয়: বিবিধ

৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File