হেফাজতে ইসলাম
লিখেছেন লিখেছেন ফজলে রাব্বী ১২ এপ্রিল, ২০১৩, ০৪:০৬:৩০ বিকাল
গত ২০১১-তে গোটা শেখ হাসিনার সরকার বিতর্কিত নারী নীতি প্রণনয়নের জন্য উঠে-পড়ে লেগেছিল। সেই সময় বাংলার অবিস্মরনীয় মুজাহিদ মুফতী আমিনী রহ.-এর ডাকে ৪ই এপ্রিল সারা দেশব্যাপী হরতালসহ বিভিন্ন আন্দোলনও হয়েছে। বসে ছিল না এখনকার সবচেয়ে আলোচিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া নাজিরহাট থেকে প্রকাশিত দাওয়াতুল হক্বে 'হেফাজতে ইসলামকে' নিয়ে লেখা একটি কবিতা প্রকাশ পায়। যা মার্চ-২০১১ সংখ্যায় তা ছাপিয়েছিল।
হেফাজতে ইসলাম
--------------------------
চলে অগ্রে, চায় না পশ্চাতে
এটাই তাদের নীতি,
হক্বের লাগি আজ তারা
ছেড়েছে ভয়-ভীতি।
বাংলার জমিনে উদিত এক
হয়েছে বীরের জাতি,
হেফাজতে ইসলামের ব্যানারে তারা
ঘুরছে দিবারাত্রি।
বাতিলকে কভু করে না আপস
করে না মিথ্যার প্রতি,
'তাগুত' যেদিন মানবে হার
টানবে সেদিন ইতি।
হেফাজতে ইসলাম তুমি রও
অমর হয়ে ভবে,
বাতিল যেন পায় না ছাড়
গর্জে উঠবে যবে।
-ফরাস
১১/৪/২০১৩
বিষয়: সাহিত্য
১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন