চরমোনাই পীরের কিছু দু:সাহসিক আকীদা

লিখেছেন লিখেছেন ফজলে রাব্বী ২৮ জুন, ২০১৪, ০১:৩০:৩১ দুপুর

(১) মারেফত হাসিল করতে হলে শরীয়তের এলেম বেশী থাকতে পারবেনা।

(২) শরীয়তের এলেম বেশী থাকলে সেখানে মারেফতের এলেম ঢুকবে না। অন্য কথায় মূর্খতা হচ্ছে তথাকথিত এলমে মারেফতের বড় বন্ধু।

(৩) মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে ঈমান বাঁচানোর জন্যে পীর সাহেব মুরীদদের কাছে হাযির হয়ে থাকেন।

(৪) মুরীদ যেখানেই থাক,তাকে তার পীর দেখতে পান এবং তাকে দূর থেকেও তাকে সাহায্য করতে পারেন।

(৫) যারা পীরের কাছে মুরীদ হয়নি বা তার দু’আ নেয়নি,তাদের বেঈমান হয়ে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। (নাউযুবিল্লাহ্) {ভেদে মারেফতঃ ৩১-৩২ পৃষ্ঠা}

৬) পীর আল্লাহর সাহায্য ছাড়াই মৃতকে জীবিত করার ক্ষমতা রাখেন!

৭) সূর্য-চন্দ্র পীরের হুকুম তামিল করে থাকে!

৮) তথাকথিত মারেফতের পীরগণ বাহ্যিকভাবে ইসলামী শরীয়তের বিধি-বিধান মানতে বাধ্য নন!

৯) আল্লাহ তা'আলা ভুল সিদ্ধান্ত নিতে পারেন!

১০) পীর আল্লাহর কাছ থেকে রুহ কেড়ে আনতে পারেন!

১১) আল্লাহর শানে জাহেরী বেয়াদবী মূলক কথা মুখে উচ্চারণ করলেও মারেফতের দৃষ্টিতে তা কোন অপরাধ নয় বরং মুহাব্বাত!

.....................................(নাউযুবিল্লাহ্) {ভেদে মারেফতঃ ১৫-১৬ পৃষ্ঠা}

১২) পীরগণ কেয়ামতের দিবসে মুরিদগণকে সাহায্য করবে। (দেখুন-ভেদে মারেফতঃ ২৫-২৬,আশেক মাশুক পৃঃ ৬৬,৮১)

১৩) আখেরাতে পীরগণ মুরিদের জন্য সুপারিশ করবে।(দেখুন-ভেদে মারেফতঃ ৬০ পৃঃ)

১৪) পীরের হাতে মুরিদের হাত পড়লে পীরসাহেব মুরিদকে পুলসিরাত পার করিয়ে নিয়ে যাবেন।(দেখুন-ভেদে মারেফতঃ ২৭-২৮ পৃঃ)

১৫) পীর মুরীদের গুনাহ মাফ করানোর মাধ্যম।(দেখুন-ভেদে মারেফতঃ ৩৪ পৃঃ)

১৬) শরীয়ত ও মারিফাত আলাদা বিষয়। [দ্রঃ ভেদে মা'রেফত বা ইয়াদে খোদাঃ ১৫-১৭ নং পৃষ্ঠা, আশেক-মাশুক পৃঃ ৪৯]

১৭) মারেফতের পীর-ওলীদের মর্যাদা নবীদের চেয়েও বেশী! (দেখুন-আশেক মাশুক ৮৮-৯০ পৃঃ)

১৮) শরীয়ত বহির্ভুত হলেও পীরের হুকুম মানা মুরিদের জন্য বাধ্যতামূলক! (দেখুন-আশেক মাশুক বা এস্কে এলাহীঃ ৩৫ পৃষ্ঠা)

(নাউযুবিল্লাহ্)

১৯) মৃত পীর জীবিত মানুষের মত কাউকে ধরে ফেলতে পারে!

২০) মৃত পীর মানুষকে স্বপ্ন দেখানোর ক্ষমতা রাখে!

২১) স্বপ্নে কথোপকথন করতে পারে, কা্উকে নির্দেশও দিতে পারে!

২২) মুরিদ যত পাপী হোক তাকে পীর পুলসিরাত পার করিয়ে নিয়ে যেতে পারে!

(দেখুন-ভেদে মারেফতঃ ২৭-২৮ পৃঃ)

বিশেষ দুটি হাদিয়াঃ

একটি বাণীঃ

আল্লাহর ওলী চিনিবার কী সুন্দর উপায়!!!

________________________________

"যদি কেহ মাওলার প্রেমে মত্ত হইয়া বেলা এখতিয়ার (অনিচ্ছাকৃতভাবে) চিখ দেয় অথবা হাত-পা আছড়ায়, তবে সে আল্লাহর ওলী।" (ভেদে মারেফতঃ ২২ পৃষ্ঠা, ৩য় লাইন)

একটি ভিডিওঃ

দেখুনঃ

https://www.facebook.com/photo.php?v=435061686610064

এরপরেও কারো কোন কথা থাকলে খুব দুুঃখিত!

আল্লাহ আমাদের হেফাজত করুন।

বিষয়: বিবিধ

১৬০২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239612
২৮ জুন ২০১৪ দুপুর ০১:৪৪
মাজহার১৩ লিখেছেন : আমি চরমোনাইয়ের মুরিদ হতে চাই, কেউ থাকলে আওয়াজ দিন।
১৪ জুলাই ২০১৪ রাত ০২:৪১
189892
ফজলে রাব্বী লিখেছেন : আমিও আছি। তবে মুরীদ হতে নয় হেদায়েত দিতে*-Happy *-Happy *-Happy
239614
২৮ জুন ২০১৪ দুপুর ০২:০০
প্রিন্সিপাল লিখেছেন : আমাদেরকে এমন আকিদা থেকে আল্লাহ তায়ালা রক্ষা করুন। আমীন
১৪ জুলাই ২০১৪ রাত ০২:৪২
189893
ফজলে রাব্বী লিখেছেন : আমীন।
239635
২৮ জুন ২০১৪ দুপুর ০৩:১৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : পীর শব্দটি ফার্সী থেকে আগত। যার অর্থ হল বয়স্ক ব্যক্তি বা মুরুব্বী। যরথ্রুষ্ট ধর্মের অনুসারীরা পীর শব্দটিকে বহুল ভাবে ব্যবহার করে। ফার্সীতে বুড়ো দাদাকেও পীর বলে। শারিরীক সামর্থ্যহীন বুদ্ধিজ্ঞান দিয়ে সহযোগীতা কারীকেও পীর বলে।

তবে এই পীর কিভাবে ইসলামে ঢুকে গেল বুঝলাম না। মূলত আপনি যেভাবে পীরের পরিচয় দিলেন, সে ধরনের পীরের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। তবে কিছুটা সাদৃশ্য পাওয়া যায় যরথ্রুষ্টবাদী ধর্মে।
239656
২৮ জুন ২০১৪ বিকাল ০৪:৪৬
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : নতুন বোতলে পুরাতন মদের মত আপনাদের চরিত্র।নতুন ভাবে বেতনভূক্ত দায়ীর ভূমিকা গ্রহন করেছেন মনে হয়।
তবে এ দরনের বিভ্রান্তি ছড়ানোর জন্য কতটাকা বেতন পেয়ে থাকেন আল্লাহ মালুম।
এসকল বিভ্রান্তি না ছড়িয়ে বর্তমান পীর সাহেবেরা আপনাদেরকে সারা দেশে খুজতেছে জবাব দেওয়ার জন্য।
কিন্তু এরকম বুকের পাঠাওয়ালা কাউকেতো খুজে পাওয়া যায় না জবাব নেওয়ার জন্য।
বুকে সাহস থাকলে সামনে আসেন ,বসুন।হয়তো আমরা জবাব দিবো না হয় তওবা করবো।আর না হয় আপনারা কি করবেন?????
২৮ জুন ২০১৪ রাত ১০:১৬
186058
মোহাম্মদ রিগান লিখেছেন : পনি আবার কোন পিরের দালাল.।.।.।.।। ভাল পথে আসেন
Crying
১২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৪
189596
মুিজব িবন আদম লিখেছেন : ভাইয়া আপনি লিখেছেন যে, "বিভ্রান্তি না ছড়িয়ে বর্তমান পীর সাহেবেরা আপনাদেরকে সারা দেশে খুজতেছে জবাব দেওয়ার জন্য।
কিন্তু এরকম বুকের পাঠাওয়ালা কাউকেতো খুজে পাওয়া যায় না জবাব নেওয়ার জন্য।"
ধরে নেন বুকের পাঠাওয়ালা কাউকে পেলেন না আপনার সামনে এসে তর্কে লিপ্ত হতে। তাই আপনার মূল্যবান যুক্তিগুলো এখানে দিন। এতে সবাই জানতে ও বুঝতে পারবে। সেটাই দরকার।
১২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৭
189597
মুিজব িবন আদম লিখেছেন : ভাইয়া আপনি লিখেছেন যে, "বিভ্রান্তি না ছড়িয়ে বর্তমান পীর সাহেবেরা আপনাদেরকে সারা দেশে খুজতেছে জবাব দেওয়ার জন্য।
কিন্তু এরকম বুকের পাঠাওয়ালা কাউকেতো খুজে পাওয়া যায় না জবাব নেওয়ার জন্য।"
ধরে নেন বুকের পাঠাওয়ালা কাউকে পেলেন না আপনার সামনে এসে তর্কে লিপ্ত হতে। তাই আপনার মূল্যবান যুক্তিগুলো এখানে দিন। এতে সবাই জানতে ও বুঝতে পারবে। সেটাই দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File