একঝাঁক স্বপ্নবাজ তরুণের ঐকান্তিক চেষ্টার পর অবশেষে প্রকাশ হলো ‌‌নবপ্রত্যয়(Naboprottay)

লিখেছেন লিখেছেন ফজলে রাব্বী ০৪ আগস্ট, ২০১৪, ০৮:২১:২৯ রাত



ক'জন স্বপ্নবাজ তরুণ স্বপ্ন দেখছে আকাশ ছোঁয়ার, অসাধ্যকে জয় করার, একটি সুন্দর সমাজ গড়ার। তাদের ঐকান্তিক প্রচেষ্টা আর ক্লান্তিহীন ধৈর্যের পর অবশেষে প্রকাশের মুখ দেখল ‌নবপ্রত্যয়

দেশের নামকরা লেখক ও একঝাঁক নবীন লিখিয়েদের লেখা নিয়ে প্রকাশিত হয়েছে নবপ্রত্যয়। প্রথম সংখ্যা হিসেবে পত্রিকায় সৃষ্টিশীলতার ছাপ বিজ্ঞ পাঠকদের নিকট স্পষ্টই ধরা দেবে বলে পত্রিকা কর্তৃপক্ষের বিশ্বাস।

আশা করছি সব মিলে ছোট-বড় সকলের জন্য নবপ্রত্যয় একটি সুখপাঠ্য হবে।

কেউ পত্রিকা পেতে চাইলে বা এজেন্ট হতে চাইলে যোগাযোগ করুন-

০১৭৮৩০২৬৬৭৯

০১৮৩০৩৩৮১০৫



বিষয়: বিবিধ

১৪৮২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251023
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:৫২
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : সংগ্রহ করবো । আর আমার লেখা এখানে ছাপানো যাবে কি ?
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/50358
আমার এই বরকতময় লেখাটা পড়ার জন্য সবাইকে অনরোদ করছি । এই লেখা পড়রে দোজাহানের অশেষ নেকি হাসিল হবে ।


সম্মানিত ভাই ও দোস্ত !
সম্মানিত বোন ও খালাম্মা !
আমার হৃদয়ে অন্তস্হল হতে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন ।
আমার লেখা যদি ভাল লাগে আমার জন্য আপনারা দুয়া করবেন । প্রচন্ড পড়াশোনা করে আমি লেখালেখি করে থাকি । শুধুমাত্র আপনাদের কাছে ইসলামের সত্যিকার মর্মবানীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ।
কিন্তু ইদানিং বিপথগামী মুসলিম আমাকে ক্রমাগত হুমকি প্রদান করে যাচ্ছেন যাতে আমি কোনক্রমেই নেট ব্যবহার না করি এবং মসজিদে যাতায়াত না করি ।
তাদের অনেকে আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছেন এবং আমার বিয়ে পর্যন্ত ভেঙ্গে দেওয়ার জন্য তারা হেন কাজ নেই করছেন না । । আমি অত্যন্ত ধৈর্যশীল হওয়ায় আমি তাদের সাথে বিনয়ী আচরণ করে যাচ্ছি এবং আমি তাদের সত্যিকারভাবে ইসলামের আদর্শকে ধারণ করার আহবান জানাচ্ছি ।
আর কিছু লোক এই ব্লগে আর ফেসবুকে আমার সম্পর্কে আজে বাজে কথা বলে যাচ্ছে । আর কুচ্ছিত ভাষায় মন্তব্য লিখে যাচ্ছেন । অথচ তারা এক সময় প্রচন্ড ভদ্র ও অমায়িকভাবেই এই ব্লগ সাইটে মন্তব্য লিখতেন । এই ব্যাপারে সবাইকে বিনয়ী ও নম্র হওয়ার আহবান জানাচ্ছি । অন্যথায় আল্লাহ আমাদের সবাইকে হাসরের মাঠে মুসলিম ভ্রাতৃত্ব বিনষ্ট করার জন্য পাকড়াও করবেন ।
সবাইকে আমার জন্য এবং আমার বিরোধী মুসলিম ভাই-বোনদের জন্য দুয়া করার জন্য অনুরোদ করছি ।
আমি চাই আপনাদের প্রেম,ভালবাসা,প্রীতি,শ্রদ্ধাঞ্জলি ও স্নেহ ।
আল্লাহই সব । বাকি সব মিথ্যা ।
ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File