সত্য যতই অপ্রিয় হোক তবু তাহা সত্য
লিখেছেন লিখেছেন সহিদুল ইসলাম ১৩ মার্চ, ২০১৩, ০৮:৫৫:২৬ রাত
সত্য যতই অপ্রিয় হোক তবু তাহা সত্য
নিন্দুকেরা যত কথাই বলুকনা কেন মোরে,
তবু আমি সত্য কথা বলব সুরে সুরে।
সত্য যতই অপ্রিয় হোক তবু তাহা সত্য,
সত্যের উপরে পৃথিবীতে নাইরে কোন তত্ত।
সত্যের চেয়ে অধিক সুন্দর নাইরে কিছু ভাই,
তাইতো বলি সত্য বলতে নাইরে দ্বিধা নাই।
সত্য বলতে তুমার সামনে আসুক যতই বাধা,
সত্য বলতে কভু তুমি করিওনা দ্বিধা।
সত্যের শিখা চির দিন জ্বলে সর্বলোকে কয়,
হবেই হবে সত্যের কাছে মিথ্যার পরাজয়।
যেনে রেখ “সৎ লোকের বন্ধু অল্পই হয়,
ভাল কিছু অল্পই ভাল জানবে নিশ্চয়।”
মিথ্যার কপোলে আঘাত হেনে সত্যের হাতে রাখ হাত,
সুন্দর জীবনের হাতছানি দিচ্ছে, ঐ যে দেখ রাঙ্গা প্রভাত।
সত্য হোক মোর নিত্য সঙ্গী, সত্য গলার হার,
মিথার কাছে কভু যেন নাহি মানি হার।
মোহাম্মাদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী )
(M.com _Management, N.U._BD._1998)
মেইল_
H/P_৬৫৮৪০২৭২৮১
বিষয়: সাহিত্য
১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন