বিমর্ষ কেন আজ
লিখেছেন লিখেছেন আত্নসমর্পণ ১৩ মার্চ, ২০১৩, ০৯:০৫:৩৯ রাত
হে সাথী বিমর্ষ কেন আজ
আমরা চলে গেলে
এ পৃথিবী ছেড়ে
তবু এখানে রাত হবে
ঢেউয়ের গর্জনে বিক্ষুব্ধ হবে
সমুদ্রের পাড়
নীল হবে উঁচু আকাশ
রাত শেষে দিন হবে
বহুকাল
ওরাও কি থেকে যাবে
ততকাল
মরণ কি ওদের হবে না কখনো
না মৃত্যু ওদের অপেক্ষায় রবে
অনন্তকাল
হে বন্ধু বিমর্ষ কেন আজ
ঘন আঁধারে প্রতিকূল পথে
চলতে সতত শরীর বিক্ষত
ক্লান্ত কি আজ খুব প্রাণ
জানো একদা এমনি ক্লান্তিতে আমি
পালিয়েছিলাম।পার হয়ে গিয়েছিলাম
বিস্তীর্ণ পৃথিবীর প্রশস্ত পথ
দিনশেষে সাগরপাড়ে মিলেছিলাম
এক বৃদ্ধ নাবিকের সাথে
সাগরপাড়ের সে নাবিক আমায় বলেছিলেন
শহীদের লাল রক্তেই
শান্তির সাদা গোলাপ ফোটে
লাল রক্তে না মেখে
কোন সূর্য উঠেছে কবে
হে সাথী ওঠো আজ দেখো
সুবহে সাদিক এসেছে
আঁধার কেটে যেতে
আর একটুখানি বাকি
দৃঢ়পদে দাঁড়িয়ে থাক আর কিছুক্ষণ
আল্লাহর দৃষ্টিতে আমরা রয়েছি সর্বক্ষণ
উজ্জ্বল ভোরের পথ আর মাত্র কিছুটা বাকি
পূর্ব আকাশে সূর্য উঠে চলেছে দেখো রক্তিম
দোয়া করে যাও
ইয়া রব, ইহদিনাস সিরাতল মুস্তাকীম।
বিষয়: বিবিধ
১৩৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন