পথের বাসিন্দা

লিখেছেন লিখেছেন আত্নসমর্পণ ২২ মার্চ, ২০১৩, ১২:৩৭:৫০ দুপুর

ল্যাম্পপোস্টের আলো নিভে গেল

আরও একটি সকাল হতে চলেছে পৃথিবীতে


এমনি কত সকালে স্বপ্নের উদ্যানে

কত বীজ বপন করেছি

অথচ একটি বীজেরও অঙ্কুরোদগম হলো না

সে এক দীর্ঘশ্বাস

গতকাল স্টেশনে আব্দুল্লাহর সাথে দেখা হয়েছিল

জানলাম শুনেছিস সব আর ভীষণ ভাবে

খুঁজছিস আমাকে

বিশ্বাস কর কষ্ট হয় না বুকে

তবে মাঝে মাঝে কারা যেন দু'জোড়া

বলিষ্ঠ মেষ নিয়ে লাঙল চালায়

বুকের ভিতরটায়

অন্তহীন সীমানার ক্ষেত বলে মনে হয়

তখন হৃৎপিণ্ডটাকে

মেষযুগল বড় দুরন্ত পথ যেন অনন্ত


তবে একরকম ভালই আছি কোন ভার নেই আর

এখন আর আমাকে খুঁজিস না পাবি না

যদি খুব খারাপ লাগে পত্র দিস

ইনভেলপের ডান পাশটায় লিখে দিস

প্রাপক,

সর্বহারা

ল্যাম্পপোস্ট

পথের বাসিন্দা


বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File