কবির মৃত্যু

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২২ মার্চ, ২০১৩, ০৬:৪৯:২৯ সন্ধ্যা

এই মৃত্যুপুরীতে বসে কবিতা লিখবো

এতটা নৃশংস তো আমি নই !

জাননা ,

কবিতা লিখতে লাগে একটা কোমল হৃদয় !

একটা স্বপ্নবিলাসি মন !

আজ আর কোনটিই নেই আমার ।

যেখানে ফাগুন এলে

কোকিলের কুহুতানের বদলে শোনা যায় মুহুর্মূহু গুলির আওয়াজ

মানুষের আর্তনাদ

যেখানে ফাগুন এলে

শিমুল কৃষ্ণচূড়ার চেয়ে বেশি লাল হয়ে ওঠে রাজপথ

সেখানে কোন কোমল হৃদয় বাঁচতে পারে ?

এই মৃত্যুপুরীতে বসে কবিতা লিখবো

এতটা নৃশংস তো আমি নই !

এসময়

কবিতার খাতাটাকে মনে হয়

একটা রক্তাক্ত জ্যান্ত মানুষ

কলমটা যেন এক ঘাতক বন্দুক

কালি যেন রক্তের ফোয়ারা !

কবিতা যদি লিখতেই বলো আমায়

সে হবে আরেক ধ্বংসযজ্ঞ ।

এই মৃত্যুপুরীতে বসে কবিতা লিখবো

এতটা নৃশংস তো আমি নই !

বিষয়: সাহিত্য

৮৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File