পঙ্গুত্ব
লিখেছেন লিখেছেন কাব্য পিপাসু ২২ মার্চ, ২০১৩, ০৬:৫২:৩২ সন্ধ্যা
বিবর্তন বাদের সাক্ষী থেকে
করেছি পঙ্গুত্ব বরণ।
মরণ জলে ভাসিয়ে দিয়েও
হইল না মোর স্মরন।
বুবুক্ষ কংকালসার দেহে সেতো পাপ নয়,
পুন্য মানেই অলৌকিক কোন পাপ।
অধিপতি সং সেজেছে, হাসলেই কারা বরন।
মাংসের স্বাদ নাও নাকো তুমি
নাও অন্তরিক্ষের মাঝে অন্তরিক্ষের স্বাদ!
কান্না প্রান কানায় থাকে
ধুলোর ক্যানভাসে নোনা জলের স্বপ্ন আঁকে।
কচলে দিয়ে পাও তুমি সুখ
আত্মতৃপ্তির হাসি হেসে ভেংচি কর মুখ।
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন