‘শাহবাগের একপেশে আন্দোলনের মুখে ছাঁই পড়ুক’এবং‘তাহরীর স্কোয়ারের’ আন্দোলন দীর্ঘজীবি হউক।
লিখেছেন লিখেছেন tritiomot ২২ মার্চ, ২০১৩, ০৭:২৪:১৮ সন্ধ্যা
‘শাহবাগের আন্দোলন’ এবং ‘তাহরীর স্কোয়ারের’ আন্দোলন এই দুই আন্দোলনের মধ্যে যোজন যোজন ব্যবধান। মিশরের কর্তৃত্ববাদী শাসক সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবিতে আন্দোলন করেছিলেন কায়রোর তাহরির স্কোয়ারের জনতা। অপরপক্ষে, বাংলাদেশে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর কতিপয় কথিত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের দাবী নিয়ে শাহবাগের আন্দোলন। এই দাবী শাসন ক্ষমতায় অধিষ্টিত সরকারের নির্বাচনী এজেন্ডায় রয়েছে। শাহবাগের চাওয়া আর সরকারের চাওয়ার বিষয়বস্তু একই। সেক্ষেত্রে কোন অবস্থায় শাহবাগের আন্দোলনকে তাহরীর স্কোয়ারের আন্দোলনের তুলনা করা যাবেনা।
নিম্নে এ দুই আন্দোলনের মধ্যে মৌলিক পার্থক্য গুলি বলিঃ 1) তাহরীর স্কোয়ারের আন্দোলনকারীরা দীর্ঘবছর ধরে ক্ষমতায় থাকা একটি স্বৈরাচারী সরকারের বিরোদ্ধে আন্দোলন করেছে, অপরপক্ষে, শাহবাগীরা একটি রাজনৈতিক দলের কতিপয় ব্যক্তির ফাঁসির দাবী নিয়ে আন্দোলন করছে।
2)তাহরীর স্কোয়ারের আন্দোলনকারীদের উপর সরকার তার বাহিনী দিয়ে গুলি করে আন্দোলন বন্ধ করতে চেয়েচিল,
অপরপক্ষে, শাহবাগের আন্দোলনকারীদেরকে সরকার তার বাহিনী দিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে।
3) তাহরীর স্কোয়ারের আন্দোলনকারীদের হাতে ছিল আল কোরআন ও হাদিসের বই,
অপরপক্ষে, শাহবাগের আন্দোলনকারীদের হাতে আছে বিরিয়াণী,মদ, মেয়ে আর টাকা পয়সা
4) তাহরীর স্কোয়ারের আন্দোলনকারীদের স্বাগত জানাতে এসেছিল ইসলাম প্রিয় সকল মানুষেরা,
অপরপক্ষে, শাহবাগের আন্দোলনকারীদের পাশে এসেছে সরকারের মন্ত্রী, এম পি ও টাকা পয়সা সরবরাহকারী লোকজন।
5) তাহরীর স্কোয়ারের আন্দোলনকারীদের অন্যতম বৈশিষ্ট হল মহান আল্লাহ ও রসূল (স) এর মহত্বকে জাহির করা,
অপরপক্ষে,শাহবাগের আন্দোলনকারীদের অন্যতম বৈশিষ্ট হল মহান আল্লাহ ও রসূল (স) এর মহত্বকে ছলে বলে কৌশলে অস্বীকার করা।
6) তাহরীর স্কোয়ারের আন্দোলনকারীদের অন্যতম বৈশিষ্ট ছিল নারী পুরুষ নির্বিশেষে আল্লাহু আকবর শ্লোগান দেয়া,
অপরপক্ষে, শাহবাগের আন্দোলনকারীদের শ্লোগান হলো,
ক তে কাদের মোল্লা- তুই রাজাকার, তুই রাজাকার, স তে সাঈদী - তুই রাজাকার, তুই রাজাকার,
ই তে ইসলামী ব্যাংক-তুই রাজাকার, তুই রাজাকার,
শিবির ধর, জবাই কর,
ফাঁসি চাই, ফাঁসি চাই,
জামায়াতের চামড়া তুলে নেব আমরা ইত্যাদি
7) তাহরীর স্কোয়ারের আন্দোলনকারীদের অন্যতম বৈশিষ্ট ছিল সরকারের পতন ঘটানো।
অপরপক্ষে, শাহবাগের আন্দোলনকারীদের প্রচেষ্টা হল ধর্মভিত্তিক দল নিষিদ্ধকরণের।
8) তাহরীর স্কোয়ারের আন্দোলনে ছিলেন দেশের বড় বড় নেতৃত্ব ও রাজনীতিক।
অপরপক্ষে, শাহবাগের আন্দোলনে তেমন কোন নেতৃত্ব নেই।
9) তাহরীর স্কোয়ারের আন্দোলন সফল হয়ে জনগনের দাবী পুরন হয়েছে,
অপরপক্ষে, শাহবাগের আন্দোলন মুখ থুবরে পড়ে এখন মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে। বাকী আছে শুধু জানাজা পড়ার।
কাজেই যারা শাহবাগের আন্দোলনকারীদেরকে তাহরীর স্কোয়ারের আন্দোলনের সাথে তুলনা আত্মতৃপ্তি লাভ করেছেন, তাদের আফসোস ক্রমাগত দিন দিন বাড়তেই থাকবে।
বিষয়: বিবিধ
১৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন