নেকড়ের ক্ষুধা !
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৩ মে, ২০১৪, ১০:৪৩:৫৭ রাত
গরম খবর , গরম খবর ! দৈনিক ‘নেকড়ের আলো’র
আজকের গরম খবর ! ফুলগাজী উপজেলার ‘চেয়ারনেকড়ে’-কে
পুড়িয়ে মারলো আরেক নেকড়ে । গরম খবর !
হকারের চিৎকার চেচামেচিতে বিরক্ত হই । কৌতূহলও জাগে কিছুটা ।
আমি এক নিরীহ হরিণ । এই জঙ্গলে নেকড়ের রাজত্বে প্রতিদিন
নেকড়েদের হাতে মারা পড়ে আমার স্বজাতি,
কতশত নিরীহ হরিণ ! দৈনিক ‘নেকড়ের আলো’য়
ছাপা হয় প্রতিনিয়ত পৈশাচিক উল্লাসের পদাবলী । সেসব খবরে তাই
আগ্রহ পাইনা আজকাল । নীরবে সয়ে যাই সব । বরং
নিজেকে প্রস্তুত করি যেকোন মুহূর্তে নিজেই ‘শিকার’ হয়ে
নেকড়ের আহার যোগানোর !
সে তুলনায় আজকের খবরটা
সত্যিই ভিন্ন স্বাদের বটে ! এক নেকড়েকে খুন করেছে আরেক নেকড়ে !
‘দাওহে একটা পত্রিকা’ ! হাক ছাড়ি আমি হকারের উদ্দেশ্যে । খুঁজে খুঁজে পড়ি
‘নেকড়েনীতি’র খবর ! মনুষ্য সমাজে নাকি একদা
‘রাজনীতি’ বলে একটা কথা ছিল । আমাদের পশু সমাজে
আজকাল সেটাকেই বলা হয়- ‘নেকড়েনীতি’ ।
জাতীয় নেকড়ে সংসদের মাননীয় সদস্য, পুড়িয়ে মেরেছেন তাঁর
সহযোগী ‘চেয়ারনেকড়ে’কে । পুড়ে অঙ্গার হওয়া ছবিটার দিকে
আমি একবার নির্লিপ্ত চোখে তাকাই । মনে প্রশ্ন জাগে -
নিয়মিত হরিণ মেরেও নেকড়েদের ক্ষুধা মিটছে না ?
এত ক্ষুধা কেন এদের ?
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন