অদ্ভুত অসীম ভালোবাসা

লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:২২:০৬ সন্ধ্যা



নীল আকাশ ভালোবাসি

ভালোবাসি সে আকাশ ঢেকে দেয়া মেঘ

ভালোবাসি মেঘভাঙ্গা রোদকেও ।

ভালোবাসি চাঁদ । ভালোবাসি চাঁদের কলঙ্কও ।

ভালোবাসি পুর্ণিমা । এবং অমাবশ্যা রাত ।

ভালোবাসি

আমার অবুঝ মনে শিহরণ জাগানো

রাতজাগা প্যাঁচাকেও ।

মাটিকে ভালোবাসি । ভালোবাসি কাদা ।

ভালোবাসি বৈশাখ । বৈশাখী হাওয়া ।

ভালোবাসি

সে হাওয়ায় উড়ে আসা পথের ধুলোকেও ।

ভালোবাসি আমাকে । ভালবাসি আপনাকে । ভালোবাসি তোমাকে ।

ভালোবাসি একে, ওকে, তাকে । ভালোবাসি তোকেও ।

এইতো এভাবেই এগিয়ে চলেছে আমার ভালোবাসার ফর্দ

মাসের শুরুতে কাঁচুমাচু মুখের গরীব স্বামীর হাতে ধরিয়ে দেয়া

বেহিসেবি গিন্নীর বাজারের লিস্টির মত – এযেন অফুরান এক তালিকা ।

আমি তালিকাটাকেও ভালোবাসি ।

পথকে ভালোবাসি । পথে হাঁটতেও ভালোবাসি ।

হাঁটতে হাঁটতে এই পৃথিবীর বুকে -

অদ্ভুত অসীম এক ভালোবাসায় জড়িয়ে পড়েছি অজান্তে অকারণে ।

যে দড়িতে বাধা আমি, সেটাকেও ভালোবাসি । তাই

ছিড়তে পারিনা কিছুতেই ...



বিষয়: সাহিত্য

১২৬২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182692
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো Good Luck Rose
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
136219
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ঠেংকু ভাই ।
182699
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
বিন হারুন লিখেছেন : Rose Rose Rose Rose
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
136220
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : ধইন্যবাদ ।
182730
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
136221
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : হুম ।
182733
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
নীল জোছনা লিখেছেন : সবকিছুকেই দেখি ভালোবাসেন। বাসেন না কাকে সেটা বলেন।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৭
136222
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : কাকেও ভালোবাসি !
182758
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : তাই আমি আপনাকে ১০০কেজি ভালবাসা দিলাম, ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৭
136223
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : আমিও নিলাম । কিন্তু পিঠ ব্যথা করছে .।
182822
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : পীরিতির আটারে টান দিলে ছুড়ে না....
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৭
136224
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : হা হা
182895
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫০
সজল আহমেদ লিখেছেন : AWESOME!
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৮
136225
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : আউ আউ সাম ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File