স্বপ্ন : প্রবাস (পর্ব শুরু)
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৩২:৫৪ সন্ধ্যা
মানুষ স্বপ্ন দেখে। আর স্বপ্ন দেখে বলেই মানুষ বেচে আছে। ভবিষ্যতের একটি সুন্দর স্বপ্ন মনের মাঝে পুঁতে রেখে মানুষ বর্তমানের কঠিন সময় পার করে অনায়াসে,মুখ বুজে।কত ধরনেরই স্বপ্নেরা আকিবুকি মারে তার কল্পনার রাজ্যে। কখনো সে চেয়ারম্যান,কখনো সে এমপি, কখনো সে মন্ত্রী,কখনো সে গ্রামের মুড়ল,কখনো সে পয়সাওয়ালা বড়লোক,কখনো নামকরা শিল্পী,কখনো নায়ক,কখনো লেখক,কখনো সকলের পরিচিত ব্লগার,কখনো সাংবাদিক, এধরনের নানাবিধ স্বপ্ন বুকে একে মানুষ পথ চলে।
সব কিছুকে ছাড়িয়ে আমার বাংলাদেশের মানুষ সব চেয়ে বেশি যে স্বপ্নটা দেখে তাহলো প্রবাস। প্রবাস নিয়ে বেশি মানুষের স্বপ্ন দেখার অন্যতম কারন হলো আমরা গরিব দেশের মানুষ। এখানে আমরা সবাই ডাক্তার এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারিনা। দারিদ্রতা আমাদেরকে এমনভাবে আষ্টেপীষ্টে বেষ্টনি দিয়ে রেখেছে যে আমরা ঐস্বপ্ন গুলো কল্পনায়ও আনতে পারিনা(কিছু মানুষ ছাড়া) । তাই আমার দেশের মানুষ তার স্বপ্নে প্রবাসকেই স্হান দেয় অধিকহারে।
গ্রামের দারিদ্রপীড়িত অসহায় বাবা স্বপ্ন দেখেন তার ছেলে বড় হবে,তাকে বিদেশ পাঠানো হবে। ছেলে বিদেশ গিয়ে প্রচুর টাকা পয়সা রুজি করে দেশে পাঠাবে, আর এভাবেই তাদের অভাব অনটন দুর হবে। মা স্বপ্ন দেখেন, ছেলে বিদেশ গিয়ে পয়সা কামিয়ে বড়লোক হয়ে দেশে ফিরবে, তাদের দূঃখ দুর্দশা দুর হবে, ছেলেকে ভালো দেখে একটা মেয়ে বিয়ে দেবেন , আর এভাবে তিনি তার সুখের সংসার গড়ে তুলবেন। ছোট ভাই বোন স্বপ্ন দেখে তাদের ভাই বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠাবে আর তারা লেখাপড়া করবে, নতুন জামা,নতুন মোবাইল,বন্ধুবান্ধবদের নিয়ে হাসি আনন্দে দিন কাটাবে।
স্ত্রী স্বপ্ন দেখে তার স্বামী বিদেশ যাবে,টাকা পয়সা রুজি করবে,মাসে মাসে দেশে টাকা পাঠাবে, তিনি সন্তানদের নিয়ে সুন্দর করে একটি সুখি পরিবার গড়ে তুলবেন। সাথে অবশ্য তিনিও যে নতুন দামি একটি শাড়ির স্বপ্ন দেখেন না তা কিন্তু বলা যাবেনা।
আর যিনি বিদেশ যাবেন তিনি তার কল্পনায় নানাবিধ স্বপ্ন একেই বিদেশে পাড়ি জমান। বিদেশ মানেই শুধু টাকা আর টাকা। যেদিকেই যাবেন, যেদিকেই হাটবেন,যে দিকেই তাকাবেন যেন সবদিকেই টাকার ছড়াছড়ি। (এই আমি যে আজ ফ্রান্সে আছি,সেই আমিও এক সময় মনে করতাম ইউরোপে আসার পর রাস্তাঘাটে হাটলেই বুঝি টাকা। ) একটু পরিশ্রম করলেই তো টাকার উপর ঘুমানো যাবে, এই ধরনের স্বপ্নে বিভোর থাকি অনেকেই। একটা বাড়ি, একটা গাড়ি আর একজন সুন্দরী নারী এই তিনের স্বপ্ন আমাদেরকে প্রবাসে পাড়ি দিতে অনুপ্রেরনা যোগিয়ে থাকে। কিন্তু আমরা জানিনা প্রবাস যে কতটা কঠিন।
সেই কঠিন প্রবাস নিয়ে থাকবে ধারাবাহিক লিখা, সংগে থাকুন, ভালো থাকুন, শেয়ার করুন আপনার অভিজ্ঞতা ।
চলবে..............
বিষয়: বিবিধ
১৫৪৯ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রবাস জীবন চলতে দিন
কখনো সে চেয়ারম্যান,কখনো সে এমপি ,লেখক , ব্লগার,কখনো সাংবাদিক, আমার সপ্ন।
নতুন নতুন শাড়ি পরার পর বিদেশিওয়ালার বউটার মনে তার আপন মানুষটাকে একটু দেখানোর ইচ্ছে জাগে কিনা কে জানে?
সুন্দর লিখছেন, চলতে থাকুক
দয়া করে পড়ুন
মাস পেরিয়ে বছরে : সকলের ভালবাসায় সিক্ত যেজন
ভালো লাগল, নিজের ও পরিবারের অর্থনৈতিক দিকটা দেখতে গিয়েই আমরা অনেককিছু হারিয়ে ফেলি। সারা জীবন চেষ্টা করেও সেই হারানোর বেদনাগুলো কাউকে আর বলা হয়ে উঠে না। ধন্যবাদ।
পকেট ভর্তি টাকা আর না চাইতে হাজার সুখের ফুলঝুরি আমাদের চারপাশে চরকার মত ঘোরতে থাকে। চাহিবা মাত্র সবকিছু আমাদের সামনে এসে হাজির। আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ সাথেই থাকব।
ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন