মৃত্যুর সাথে প্রেম
লিখেছেন লিখেছেন মুহসিন আব্দুল্লাহ ২৬ জুলাই, ২০১৩, ১২:১৮:০৯ রাত
কোথায় যাবে কী পাবে ?
কখন ?
তুমি নিশ্চিত নও ?
কিন্তু
তুমি মৃত্যুকে অথবা
মৃত্যু তোমাকে পাবে ,
এ তো মহাসত্য সৃষ্টির আদি
কিংবা তারও আগে হতেই !
আমি তাই
মৃত্যুকে সাজাই
নিরন্তর । হৃদয় নিংড়ে পাওয়া –
সবটুকু মাধুরী ঢেলে । প্রিয়তমে ললনার মত ।
একটু পরেই
এক অলৌকিক বিয়ের আসরে
তার হাত ধরে আমি পদার্পণ করবো
অনন্ত যৌবনে ।
মৃত্যুকে তোমরা ভয় পাও ?
হা হা হা ! বড্ড হাসি পাচ্ছে !
তোমরা মৃত্যুকে মনে করো
কুৎসিত ঝগড়াটে বৌ !
মৃত্যুতে তোমরা খুঁজে পাও
অপুরণীয় ক্ষতি !
অথচ
মৃত্যু আমার প্রেমময় সুন্দরীতমা
এক পলকেই যার ওপর ঝাপিয়ে পড়া যায়
অদম্য তাড়নায় ।
মহিমান্বিত মৃত্যু !
সেতো আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন ।
তার সাথেই আমার
আজন্ম সহবাস ।
....................................
মৃত্যুপ্রেম / ২৫-০৭-২০১৩
বিষয়: সাহিত্য
১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন