রাষ্টধর্ম
লিখেছেন লিখেছেন রোকন উদ্দিন ২২ মার্চ, ২০১৩, ০৯:৪২:২৪ সকাল
আজকের নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত এক খবরে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ইসলামকে রাষ্ট্রধর্ম করতে হবে কুরআন এবং হাদিস থেকে কেউ যদি আমাকে দেখাতে পারেন তবে আমি মেনে নেবো। তিনি বলেন, রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। রাষ্ট্রধর্ম পালন করে না। ধর্ম আচরণের বিষয়। ধর্ম পালন করে মানুষ।
যারা কুরআন-হাদীস না পড়েই কুরআন সম্পর্কে মন্তব্য করেন তাদের জন্য করুণা প্রকাশ করা ছাড়া আর কী করার আছে!
পবিত্র কুরআনে আল্লাহ বলে দিয়েছেন, রাষ্ট্রের জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মই হলো ইসলাম। আল্লাহ বলেন: 'নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দ্বীন (জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আনুগত্যের বিধান) হলো ইসলাম। এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশতঃ, যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফরী করে তাদের জানা উচিত যে, নিশ্চিতরূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত।' সূরা আল ই ইমরান: আয়াত: ১৯।
শুধু তাই নয় রাষ্ট্রে যদি ইসলাম কায়েম না থাকে তাহলে তা কায়েম করার দায়িত্ব দেয়া হয়েছে মুসলিমদের। অতীতে সকল নাবী-রসুলকে রাষ্ট্রধর্ম ইসলাম কায়েমের মিশন দিয়েই পৃথিবীতে পাঠানো হয়েছিল। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, 'তিনি তোমাদের জন্যে দ্বীনের ক্ষেত্রে সে পথই নিধারিত করেছেন, যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহীম, মূসা ও ঈসাকে এই মর্মে যে, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত কর এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। আপনি মূশরেকদেরকে যে বিষয়ের প্রতি আমন্ত্রণ জানান, তা তাদের কাছে দুঃসাধ্য বলে মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যে তাঁর অভিমুখী হয়, তাকে পথ প্রদর্শন করেন।' সূরা আশ শূরা-১৩।
কুরআনের বহু জায়গায় ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মুসলিমদের তাগিদ দেয়া হয়েছে। শুধু তাই নয়, এই কর্তব্য পালন না করলে শাস্তির ভয় দেখানো হয়েছে (সূরা সফ-১১)। সৈয়দ আনোয়ার হোসেনরা কুরআন না পড়েই কুরআন সম্পর্কে মন্তব্য করতে এতটুকুও ভয় পান না। এদের মনে কি আল্লাহর ভয় বলতে কিছুই আর অবশিষ্ট নেই!
খবরের লিংক: http://www.dailynayadiganta.com/new/?p=144916
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন