কোন প্রেসিডেন্ট আল্লাহর চেয়ে বেশী মহানুভব হতে পারেনা !!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২২ মার্চ, ২০১৩, ০৯:৪১:২৯ সকাল

"ব্যভিচারিনী ও ব্যভিচারী উভয়ের প্রত্যেককে এক শত বেত্রাঘাত করো৷ আর আল্লাহর দীনের ব্যাপারে তাদের প্রতি কোন মমত্ববোধ ও করুণা যেন তোমাদের মধ্যে না জাগে যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনো ৷ আর তাদেরকে শাস্তি দেবার সময় মু’মিনদের একটি দল যেন উপস্থিত থাকে" (নুর-২) ।

কোন মানুষ যদি ব্যভিচার করার দায়ে দোষী সাব্যাস্ত হয়, মহান আল্লাহর শরীয়া আইন তাকে শাস্তির নির্দেষ দিয়েছে । একিসাথে কোনরকম বাড়াবাড়ি না করতে কঠোরভাবে হুশিয়ার করে দেয়া হয়েছে ।

এক মহিলা যিনার অপরাধে নিজেকে দোষী প্রকাশ করে রাসুলুল্লাহ সাঃ এর কাছে শাস্তির নিবেদন করলে তাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল স্বয়ং রাসুলুল্লাহ সাঃ এর নির্দেশেই ।

আজ আমাদের কি হল !! আমাদের রাষ্টপতিরা যেনাকার থেকে নিয়ে খুনীদের অবলীলায় ক্ষমা করে দেয় । তাহলে তারা কি আল্লাহ ও রাসুলুল্লাহ সাঃ থেকে বেশী মহানুভব হয়ে গেল (নাউজুবিল্লাহ) !!!! হে আল্লাহ তুমি এসব জাহিলদের কাছ থেকে দ্বীনকে ও আমাদেরকে হেফাজত কর ।

বিষয়: বিবিধ

৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File