বিনোদন
লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ০৭ জুন, ২০১৩, ১১:৫৯:১৪ রাত
এই মাত্র শেষ হওয়া মুন্নী সাহা কর্তৃক মাহফুজুর রহমানের সাক্ষাৎকার দেখার সৌভাগ্য যাদের হয় নাই তারা জীবনের সেরা মিস করসেন।
কয়টা বিনোদনের কথা বলবো বলেন?
বিনোদন-১: মাহফুজুর: বেশিরভাগ লোকই বলে আপনি সংবাদ করতে গিয়া পক্ষপাত করেন। তাদের এই অভিযোগটা ঠিক না। লক্ষ করুন মাহফুজুর বলেছে 'বেশিরভাগ লোক'।
বিনোদন-২: মাহফুজুর: ফেসবুকে আপনারে নিয়া খুব সমলোচনা হয়। আমার মনে হয়, আপনে সত্য বলেন বলেই 'বেশির ভাগ লোক' আপনারে সমালোচনা করে।
মুন্নী সাহা: 'বেশির ভাগ লোক' না, 'অনেকেই'।
মাহফুজুর: না, যারা আপনারে পছন্দ করে তারা কিছু বলে না। যারা আপনারে পছন্দ করে না তারাই ফেসবুকে আপনার সমালোচনা করে।
মুন্নী সাহা: তাহলে ফেসবুকটা বাদ দিলে সব ঠিক আছে।
(এই দৃশ্য দেখে আমি একা বাসায় হো হো করে হেসেছি।)
বিনোদন-৩: মাহফুজুর: সবাই আপনার সমালোচনা করে। কিন্তু আপনি যে ইরাক যুদ্ধে, লিবিয়া যুদ্ধের সময় এতদিন কষ্ট কইরা রিপোর্ট করলেন, সেটার প্রশংসা কেউ করেনা।
মুন্নী সাহা: থাক স্যার, অনুষ্ঠানের নাম নিজের ঢাক, এখন এটা মনে হয় মুন্নী সাহার ঢাকে পরিণত হয়ে যাচ্ছে। (মুন্নী সাহার চেহারায় খানিকটা লজ্জা ও কৃতজ্ঞতার ছাপ)
মাহফুজুর: না ভালো কাজের প্রশংসা তো করতে হবে, খালি সমালোচনা করলে হবে?
বিনোদন-৪: নিউজ করার সময় আমার মত হলো, প্রধানমন্ত্রীর নিউজটা আগে যাওয়া উচিৎ। উনি যেহেতু সম্মানিত ব্যক্তি সেহেতু উনাকে সম্মান দিয়ে উনার নিউজটা আগে করবেন। (ওরে এই ছিল তোর মনে।)
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন