অনাসৃষ্টি
লিখেছেন লিখেছেন এ বি এম মুহিউদ্দীন ০৭ জুন, ২০১৩, ১১:৫৫:৫৫ রাত
কি দিয়ে সাজাই
ভাবি ফুল
গোলাপ তুলে আনি
নাহ্ তাও অতুল ।
কি দিয়ে সাজাই
ভাবি পরী
মিলিয়ে দেখি ইস্ফাহানের আফসানাকে
নাহ্ পুড়ে মরি ।
কি দিয়ে সাজাই
ভাবি চাঁদ
রাতের আকাশ দেখি
নাহ্ তাও নয় নিখাদ ।
কি দিয়ে সাজাই
ভাবি পাখি
ময়ূরের সাথে মিলাই
নাহ্ অতৃপ্ত আঁখি ।
কি দিয়ে সাজাই
ভাবি বৃষ্টি
হাত বাড়িয়ে ছুঁতে যাই
আহ...কী অনাসৃষ্টি ।
বিষয়: বিবিধ
২৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন