রোজার যেন অবমাননা না হয়

লিখেছেন লিখেছেন এ বি এম মুহিউদ্দীন ১৯ জুলাই, ২০১৩, ০৬:১১:৩২ সন্ধ্যা



রোজাকে আমরা মনে হয় ইসলামের আলোকে যথাযথভাবে পালন করতে পারছি না। এটা সম্ভবত: রোজা কি, ইসলামে রোজার অবস্থান কি এবং রোজার লক্ষ্য-উদ্দেশ্য কি, তা সঠিকভাবে অনুধাবন করায় ত্রুটি রয়েছে। কিছু মানুষ যারা বেশ ভালোভাবেই রোজার ভাবগাম্ভির্যতা বজায় রাখেন, এটা আমরা দেখি। কিন্তু টেলিভিশন খুললে মনে হয়- রোজার ভীষণ অবমাননা করা হচ্ছে।

রমজান মাসকে ঘিরে বিভিন্ন চ্যানেলে বেশ কিছু ইসলামী অনুষ্ঠান সম্প্রচারিত হতে দেখা যায়। যেমন- হিফজুল কুরআন প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক আলোচনা, ইফতারের আগে কুরআন তিলাওয়াত, দোয়া ও মুনাজাত অনুষ্ঠান ইত্যাদি। কিন্তু রমজানকে ঘিরে বাদবাকী অনুষ্ঠানগুলো যেমন- ইফতারির রেসিপি সংক্রান্ত অনুষ্ঠান, ফ্যাশন শো, সৌন্দর্য ও রূপচর্চা বিষয়ক ইত্যাদি অনুষ্ঠান যেভাবে উপস্থাপন করা হয়, তাতে রমজান ও রোজার অবমাননা করা হয় বলেই মনে হয়। উদাহরণত:

১। রমজানের মূল একটি উদ্দেশ্য হল, পানাহার ও কাম প্রবৃত্তিকে কন্ট্রোল করা। যার মাধ্যমে মানুষ রসনা ও যৌনতা উৎসারিত মন্দ থেকে নিজেকে কন্ট্রোল করার সামর্থ অর্জন করতে পারে। এজন্য রমজানে মূলত এমনভাবে পানাহার করা থেকে বিরত থাকা উচিত, যাতে আভিজাত্য বা জৌলুস প্রকাশিত হয়। কিন্তু আমাদের আধুনিক বাঙ্গালি সমাজে দেখি ভিন্ন চিত্র। ভাবখানা এমন যেন- সারা দিন না খেয়ে থেকেছি সুতরাং দিন শেষে সব উসূল করে ছাড়বো! ’বড় বাপের পোলায় খায়’ জাতীয় খাবার নিয়ে ইফতারীতে হৈ-হুল্লুড় বাঁধিয়ে দিলে রোজার ভীত কি খুব মজবুত হয়? যে দেশে হরহামেশা ভিক্ষুক থাকে সে দেশে ইফতারী এত জাঁকজমকপূর্ণ হওয়া উচিত নয়।

২। রমজানের তিন/চার দিন অিতিবাহিত না হতে কেউ যদি টিভির পর্দায় দাঁড়িয়ে দর্শকদেরকে অগ্রিম ঈদ মোবারক জানায়, তাহলে তাকে কি বলা যায়? এটা কি দর্শকদের সাথে মশকরা নাকি রমজানের সাথে মশকরা। একটি রোজা বাকী থাকতে ঈদের প্রসংগ আসা উচিত নয়। আমরা এসবের নিন্দা জানাই।

রমজানের মূল লক্ষ্য মুসলিমদের প্রাকটিসিং করে তোলা এবং মানবিকতার বিকাশ ঘটানো। মানুষের রিপুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। মানুষকে পবিত্র ও পরিচ্ছন্ন করে তোলা। ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা কোন সংস্কৃতি নয় যে, এটি যেনতেনভাবে ‍উদযাপন করলে হল। রোজার ব্যাপারে ঈমানদারদেকে জবাবদিহী করতে হবে। রমজানে যে কোন ভাল কাজের সওয়াব বেশী একথা যেমন ঠিক, তেমনি সেজন্য নিজেকে যথেষ্ট পরিপাটি করে তুলতে হবে।

আল্লাহ আমাদের সকল মন্দ গোষ্ঠী ও তাদের সহযোগীদের থেকে মুক্ত করুন।

বিষয়: বিবিধ

১৭১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File