নতুন পৃথিবী মোরা গড়বোই

লিখেছেন লিখেছেন অনুসন্ধান ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০২:১৭ রাত

জালিমের তখতো, হোক যত শক্ত

মোরা তা ভাঙ্গবোই

সত্যের শক্তি, এনে দেবে মুক্তি,

জাগবোই মোরা জাগবোই।

শোষণের জিঞ্জির, করে দেবো চৌচির,

ঐ তালা টুটবোই,

জেগে উঠো জনতা, হাতে নাও পতাকা,

সত্যের পথে লড়বোই।

মৃত্যুর ভয়, করি মোরা জয়,

ঈমানের পথে চলবোই,

গুলি করে পাজরা, করে দাও জাজরা,

তবু কথা বলবোই।

দুর্গম গিরীপথ, নিয়েছি কঠিন শপথ

বিজয়ের সুর্যটা আনেবোই,

ক্ষুব্ধ সাগরতরি, ভেঙ্গে যাক তরবারী

নতুন পৃথিবী মোরা গড়বোই

কবি: ড বি এম মফিজুর রহমান আল-আযহারী।

বিষয়: বিবিধ

১৩৯৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172668
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২০
জেদ্দাবাসী লিখেছেন : সত্যের পথে লড়বোই।

মৃত্যুর ভয়, করি মোরা জয়,

ঈমানের পথে চলবোই,


যাজ্জাকাল্লাহ খায়ের


১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২০
129055
অনুসন্ধান লিখেছেন : ধন্যবাদ।
172671
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৯
আহমদ মুসা লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন স্যার। আপনাদের মত জাতির বিবেগ সমতূল্য মহান ব্যক্তিরা ব্লগে এবং বিভিন্ন মিডিয়ায় সক্রিয় ভূমিকা রাখলে নবীন প্রজন্ম অনেক উপকৃত হবে। ইনশায়াল্লাহ আমরা আশা করছি স্যারকে নিয়মিত ব্লগিংয়ে পাবো।
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২০
129056
অনুসন্ধান লিখেছেন : অনেক ধন্যবাদ।
172689
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৫
প্রিন্সিপাল লিখেছেন : সেই উজ্জল প্রভাতের অপেক্ষায় আছি।

১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২১
129057
অনুসন্ধান লিখেছেন : প্রভাত অবশ্যই আসবে। ইনশাআল্লাহ।
172695
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৮
ভিশু লিখেছেন : ইনশাআল্লাহ!
Praying Praying Praying
Day Dreaming Day Dreaming Day Dreaming
Good Luck Good Luck Good Luck
172699
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
172735
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:২৭
জবলুল হক লিখেছেন : অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলো পড়ে।
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২১
129058
অনুসন্ধান লিখেছেন : ধন্যবাদ ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File