নতুন পৃথিবী মোরা গড়বোই
লিখেছেন লিখেছেন অনুসন্ধান ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০২:১৭ রাত
জালিমের তখতো, হোক যত শক্ত
মোরা তা ভাঙ্গবোই
সত্যের শক্তি, এনে দেবে মুক্তি,
জাগবোই মোরা জাগবোই।
শোষণের জিঞ্জির, করে দেবো চৌচির,
ঐ তালা টুটবোই,
জেগে উঠো জনতা, হাতে নাও পতাকা,
সত্যের পথে লড়বোই।
মৃত্যুর ভয়, করি মোরা জয়,
ঈমানের পথে চলবোই,
গুলি করে পাজরা, করে দাও জাজরা,
তবু কথা বলবোই।
দুর্গম গিরীপথ, নিয়েছি কঠিন শপথ
বিজয়ের সুর্যটা আনেবোই,
ক্ষুব্ধ সাগরতরি, ভেঙ্গে যাক তরবারী
নতুন পৃথিবী মোরা গড়বোই
কবি: ড বি এম মফিজুর রহমান আল-আযহারী।
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মৃত্যুর ভয়, করি মোরা জয়,
ঈমানের পথে চলবোই,
যাজ্জাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন