ধর্মনিরপেক্ষবাদীদের স্বরূপ কবি: ডঃ বি এম মফিজুর রহমান আল-আযহারী।
লিখেছেন লিখেছেন অনুসন্ধান ০১ ডিসেম্বর, ২০১৩, ০৪:১৮:২৬ বিকাল
ধর্মনিরপেক্ষবাদীদের স্বরূপ
কবি: ডঃ বি এম মফিজুর রহমান আল-আযহারী।
সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক, ধর্ষকদের পাঠশালা,
স্বৈরাচারের পালকপিতা, গণতন্ত্রের ফেরীওয়ালা।
ধর্মব্যবসায় তুলনাহীন,কর্ম শুধুই সংঘাত,
মিথ্যাচারে বিশ্বসেরা, নরহত্যায় সিদ্ধহাত।
ভারতের অন্ধ দালাল, পৌত্তলিক অনুরক্ত,
স্বাধীনতা দিয়ে কিনে বিদেশী গোলামীত্ব।
নীতিকথায় যুক্তিবাদী, বাস্তবতায় নীতিহীন,
ক্ষমতাই আসল দাবি, মনুষ্যত্ব মূল্যহীন।
নাস্তিক্যবাদ অশ্লীলতা, চেতনায় বহমান,
ইসলাম বিদ্বেষ রক্তধারায় আল্লাহ-রাসূলের অপমান।
বিষয়: বিবিধ
১৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন