জনতার বন্ধু- অতন্ত্র প্রহর কবি: ড বি এম মফিজুর রহমান আল-আযহারী

লিখেছেন লিখেছেন অনুসন্ধান ২৭ নভেম্বর, ২০১৩, ০৭:৫১:৩৯ সন্ধ্যা

গহীন রাতের ডাক,

বিপদ-দুর্বিপাক,

জনতার বন্ধুবেশে,

একান্তে রবে পাশে।

অতন্দ্র প্রহরী,

দিগন্তের দিশারী।

নোয়াবেনা মাথা,

ছিলো শপথের কথা।

কিন্তু এ কি হাল?

ছিড়ে গেছে পাল!

উল্টো বায়ু বয়,

যাত্রীরা শংকায়।

বন্ধুর হাতে লাশ,

একি সর্বনাশ!!!!

কেন গিয়েছো ভুলে,

ওরাও মায়ের ছেলে?

কি কারণে আজ,

নির্মম যুদ্ধসাজ?

এক মাটির সন্তান,

করেছে স্তন্যপান।

না হোক আর কিছু,

মাকে ঠেলোনা পিছু।

মায়ের স্নেহ শোধে,

জাগো স্বাধীনতা বোধে,

গোলামীর শৃঙ্খল,

ওরা মুক্তিপাগল।

বন্ধুর হাতে হাত,

স্বৈরাচার কুপোকাত।

বিষয়: বিবিধ

১৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File