এরাই সাচ্চা মুসলমান বিজয় আসবেই ইনশা আল্লাহ।

লিখেছেন লিখেছেন পথিক মুসাফির ২৯ জুলাই, ২০১৩, ০১:৫৬:৫৬ দুপুর



মুমিনের শহীদ হবার যে তামান্না যুগে যুগে আমরা ইতিহাস থেকে জেনেছি তা সত্যিকার অর্থে প্রতিটি ঈমানদার মুসলমানদের মাঝে সব সময় বিরাজমান ছিল আর তা এবার আমরা দেখতে পাচ্ছি মিশরের ইখওয়ান ভাইদের মাঝেও।

দেখা গেছে পবিত্র কোরান হাতে করে রক্তাক্ত অবস্থায় মৃত্যুবরণ করছে তবুও কাফেরদের দোসরদের বন্দুকের সামনে যেতে ভয় পাচ্ছে না।

শাহাদাত আঙুল উচু করে হাসিমুখে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তবুও কাফেরদের দোসর ফাত্তা সিসির বাহিনীর কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে না।

এমনি এক ইখওয়ান ভাই শহীদ হতে যাচ্ছে তবুও রোজা ভাঙছে না। এই অবস্থায় শহীদ হয়ে মহান আল্লাহর কাছে যেতে চাই এই তামান্না যাদের মাঝে আছে তাদেরকে কাফেরদের দোসর ফাত্তা সিসির বাহিনী কেমনে হটাবে ??

এই পবিত্র রমজানে মিশরে যে গণহত্যা চালানো হচ্ছে তা কোন মুসলমান নিরব থাকতে পারে না ।

আমদের দেশেও এই রমজানে জুলুমবাজ সরকার কোন সংযম দেখাচ্ছে না তারাও নাস্তিকদের সাথে একাত্ততা ঘোষণা করে মুসলমান নিধনে নেমেছে । একদিকে ইফতার মাহফিল করছে অন্যদিকে ইসলাম পন্থীদেরকে ফাসিতে ঝুলানোর রায় দিয়ে এইমাসের পবিত্রতাকে কলঙ্কিত করেছে । এই মানাফেক মুশরিকদের দোসর সরকারকে যারা হঠানোর জন্য মিশরীয় ইখওয়নী ভাইদের মত আপ্রাণ চেষ্টা করছে আমাদের সকলের উচিত রাতে নামাজে দাড়িয়ে সকলের জন্য মহান আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে যেমন উহুদ যুদ্ধে আঘাতপেয়ে ও হেরে যাবার পর আল্লাহর রাসুল সাঃ ও সাহাবীগণ যেভাবে দোয়া করেছিলেন তাই করতে হবে।

﴿وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَن قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ﴾

১৪৭) তাদের দোয়া কেবল এতটুকুই ছিলঃ হে আমাদের রব ! আমাদের ভুল –ক্রুটিগুলো ক্ষমা করে দাও৷ আমাদের কাজের ব্যাপারে যেখানে তোমরা সীমালংঘিত হয়েছে, তা তুমি মাফ করে দাও৷ আমাদের পা মজবুত করে দাও এবং কাফেরদের মোকাবিলায় আমাদের সাহায্য করো৷

আমরাও এমন দোয় করতে থাকব

হে! আমাদের মনিব তোমার দ্বীন প্রতিষ্ঠা এবং রক্ষার জন্য যে সব ভাই ময়দানে কাফের এবং তাদের দোসরদের সাথে লড়ছে তাদেরকে তোমার গায়েবে মদদ দান করুন এবং কোন ত্রুটি থাকলে তা ক্ষমা করে বিজয় দান করুন আর আমদের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন। আমীন!!

বিষয়: বিবিধ

১৬৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File