ওদের জন্যে পানিও নেই
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ জুলাই, ২০১৩, ০১:২০:২২ দুপুর
আমাদের শৈশব ছিল মজার। আমরা নতুন নতুন পোষাক পরে মানুষকে দেখাতাম। মজার মজার খাবার খেতাম। বন্ধুরা নানান রঙের খেলাধুলা করে সময় পার করতাম। আশপাশেও প্রায় একই রূপ দেখতাম। অনেকে যারা গরিব ছিল তারাও একেবারে কম ছিলনা।আনন্দ উপভোগে তারাও ছিল এগিয়ে।
টিভিতে বাচ্চাদের নিয়ে যত অনুষ্ঠান দেখেছি,সবই ছিল প্রাণ প্রাচুর্যে ভরপুর। ভাবতাম পৃথিবীটাই এরকম। কখনই অনুমান করিনি পৃথিবী আসলে সবার জন্যে নয়।
পৃথিবীর কিছু মালিক পক্ষ আছে,তারা তাদের নিজেদের প্রাসাদ বানানোর জন্যে অন্যের জীবন,সম্পদ গ্রহন করে। নিজেদের বস্ত্রের প্রয়োজন মেটায় অন্যের গায়ের চামড়া দিয়ে। তারা নিজেদেরটা খায় আর সকলেরটা গিলে ফেলে পরে খাবে বলে,অথবা নষ্ট করে দেয় যাতে তারা না খেতে পারে।
ওদের দিকে তাকিয়ে নিজেকে আবিষ্কার করুন। আমি বলছিনা ওদেরকে সাহায্য করুন। আমার এত সাহস নেই। আমি শুধু বলছি আল্লাহর রহমত গননা করুন,পারবেন না। এই রমজানে আমরা সংযমের নামে কত কি খেয়েছি ? কত কি নষ্ট করেছি ? তাদের নষ্ট করার মতও কিছু নেই। শুনেছি এবং ছবিতে দেখেছি আফ্রিকার মুসলিমরা একবার কোনো রকমে খাচ্ছে, ওটাই সেহরী,ওটাই ইফতার। মাটির সাথে একটু খাবার মিশিয়ে খেয়ে ফেলছে যাতে পেট ভরে যায়,কিন্তু দূর্বল পেট তা সহ্য করতে পারছে না। তারা পটাপট মরেও যাচ্ছে। এক পরিবারকে দেখলাম সারাদিন রোজা রাখার পর ছোট একটা পাত্রে কিছু ঝোল আর হাতে ছোট এক টুকরো রুটি নিয়ে বসে আছে। ওটা ইফতার এবং রাতের খাবার। আরও কত কি যে দেখেছি তার বর্ণনা করা সম্ভব নয়।
আমাদের বাড়িতে যেসব কুকুর/বিড়াল থাকে অবহেলায় বা পথেঘাটে। তারাও কিছু খেতে পায়। কিন্তু ওদের জন্যে কোনো খাবার নেই। একদা সম্পদশালী আফ্রিকার সব সম্পদ লুট করেছে আজকের হায়েনা সভ্যতার ইউরোপ,আমেরিকা। সমস্ত পানি পর্যন্ত কিনে নিয়েছে,এখন সেখানে টিউবওয়েল বসাতেও দেয়না। এরা যখন স্যুট টাই পরে লম্বা চওড়া বয়ান করে, মনে হয় ওর জুতা খুলে ওর ভবলীলা সাঙ্গ করি। সভ্যতা বুঝতে হলে আফ্রিকাকে দেখুন। সব্য দুনিয়ার চিত্র দেখুন। নিজের দিকে অরেকবার তাকান। নিজের বিষয় নিয়ে ভাবুন। আল্লাহর নিয়ামত নিয়ে ভাবুন। তাদের উপকার না করতে পারলেও আখিরাতে নিজের উপকার করার ক্ষেত্রে এটি উপযোগী হবে।
মিরাজ থেকে ফিরে রসূল(সাঃ) বলেন- আমি জাহান্নামের দিকে তাকালাম,দেখলাম সেখানকার অধিকাংশই নারী, আমি জান্নাতের দিকে তাকালাম, সেখানকার অধিকাংশই গরিব......
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন