মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত এক
লিখেছেন লিখেছেন শান্তি চাই ১২ মার্চ, ২০১৩, ০৫:০৩:০৬ বিকাল
চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে দিদারুল আলম (২৮) নামে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছে।
সোমবার রাত তিনটায় চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত দিদার উপজেলার জোরারগঞ্জ এলাকার ছাত্রলীগের মাঈন উদ্দিন টিটু গ্রুপের সদস্য ছিল বলে জানা গেছে।
জানা যায়, ১০ মার্চ উপজেলার তিন নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় নতুন বাজারে দিদারুল আলমের সঙ্গে ছাত্রলীগের আরেক নেতা ফরিদ গ্রুপের সদস্যদের সংঘর্ষ হয়।
এ সময় দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, সাইফুল আহত হয়। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে দিদারের অবস্থা আশঙ্কজনক দেখে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থার আরো অবনতি দেখে ইউএসটিসি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মঙ্গলবার বিকেলে তার লাশ বাড়িতে নিয়ে আসা হবে। দিদারুল আলমের মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, “এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা দায়েরের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সকলে এদের জন্য দোয়া করুন আল্লাহ যেন হেদেয়েৎ করুন।
নিউজমিডিয়াবিডি
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন