সাংবাদিকতা ও নিরপেক্ষতা

লিখেছেন লিখেছেন শান্তি চাই ০৬ এপ্রিল, ২০১৩, ১১:৩০:৪৯ সকাল

যখন কোন সংবাদ পত্র বা টেলিভিশ চ্যনেলের নুতন যাত্রা শুরু হয় তখন অন্য সংবাদ পত্র বা চ্যনেলের মত একই স্লোগান থাকে।"আমরা সত্যের পক্ষে কথা বলি,সত্য ও নির্ভীকতায় আমরা সদা জাগ্রত"।এ শ্লোগান দিয়ে শুরু হয়ে কি তারা তাদের কথা রাখে ?তারা কি সকলেই সর্বদা সত্যের পক্ষে লিখে না মাঝে মধ্যে সার্থের পক্ষে ও লিখেন বা বলেন ?আজ সকাল বেলা অফিসে আসার আগে একটি টিভিতে সংবাদ দেখছিলাম।একজন প্রবিন সংবাদ পাঠক সংবাদ পাঠ করছিলেন।"ঘাতক দালাল নির্মুল কমিটি ওবিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একশতের ও বেশী সংগঠনের ডাকে ২২ ঘন্টার অহিংস হরতাল পালন করছে" হরতালে কোন রকম গন পরিবহন সহ দূর পাল্লার যানবাহন চলাচল বন্দ রয়েছে। এখানে ওনারা "অহিংস" শব্দটি বার বার উচ্চারন করছেন।কারন এটি সরকার সমর্থিত হরতাল।যা সংবাদ মাধ্যম উপলব্দি করতে পেরে ও হরতাল কারীদের পক্ষে সাফাই গাইছেন।বিরোধী দলের হরতালের সময় ওনারা বলেন পিকেটার বিহিন নিরুত্তাপ,ঢিলেঢালা হরতাল।আর আজকের ভোল পাল্টিয়ে বলছেন পিকেটার বিহিন শতস্ফুর্ত হরতাল। কিন্তু ওনারা বোধ হয় ভুলে গেছেন যে ওনাদের দর্শকরা শুধুই টিভি দেখেন না তারা বাস্তবতাও দেখেন।জনগন দেখেছে কিভাবে শতস্ফুর্ত হরতাল পালিত হয়েছে।দেশের সকল সরকারি বে সরকারী পরিবহন নাশকতার ভয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে কোন নাশকতার ভয়।যে হরতাল সরকার সমর্থিতদের সে হরতালে কে নাশকতা করবে ? কোন কোন মিডিয়ায় পরিবহন সমিতির লোকদের বলতে শোনা গেছে হরতালের আগের দিন গাড়ি ভাংচুর হয় তাই গাড়িড় মালিকেরা গাড়ী ছাড়ছেনা।তা হলে এটা ধরে নেওয়া যায় সরকার মদদ পুষ্ট হরতাল আহবান কারীরা পরিবহন সমিতির মাধ্যমে পরিবহন মালিকদের ভয় দেখিয়েছে।যে খানে বিরোধী দলের হরতালে ট্রেন চলাচল করে,ট্রেনে আগুন দেওয়ার পরেও ট্রেন চলে সে খানে হরতালে নাশকতার দোহাই দিয়ে ট্রেন চলাচল বন্দ করে দেওয়া হল।

তা হলে এই নাশকতা কারী কারা ?

কাদেরকে সকলের এত ভয় ?

এ থেকে কি প্রমানিত হয় না যে এই হরতাল আহবান কারীরা বিরোধী দলের বা জামাত শিবিরের চেয়ে ও ভয়ংকর ?

আর এই ভয়ংকর হরতাল কারী মানবতা বিরোধীদের পক্ষে আমাদের কিছুকিছু মিডিয়া দালালির মাধ্যমে "শতস্ফুর্ত হরতাল" বলে নিজেদের ওয়াদা ভংগ করছে।

বিষয়: বিবিধ

১২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File