ভুতের মুখে রাম নাম

লিখেছেন লিখেছেন শান্তি চাই ০৫ মে, ২০১৩, ০৩:২৫:৫৩ দুপুর

ভুতের মুখে রাম নাম।কথাটা খুবই পুরান,যা আমাদের দেশের রাজনৈতিক নেতাদের বেলায় খুবই কার্যকর।কথায় আছে "চালন (চাল বাছাইয়ে ব্যবহার হয়) সুইকে (সেলাই সুচ) বলে তোর পাচায় ফুটো (ছিদ্র)"।সুইয়ের পাচায় একটা ফুটো এটা চালনের চোখে পড়ে চালন লজ্যা পায়,আর চালনের নিজের পাচায় যে অগনিত ফুটো তাতে তার কোন লজ্যা নাই।

কথাটি মনে পড়ল গত কালকের আমাদের দেশের প্রধান মন্ত্রীর একটা বকতব্য শুনে।তিনি নিরোধী দলের নেতা খালেদা জিয়া বলছেন "নৈরাজ্য পরিহার করে সুস্থ ধারার রাজনিতিতে ফিরে আসুন"।

আমরা জনগন লোকাল বাসের যাত্রির মত,সব সার্ভিসের বাসের ড্রাইভার-এসিষ্টেনের ব্যবহারের সাথে পরিচিত।তেমনি পরিচিত রাজিনিতিবিদদের ব্যবহারের সাথে।বর্তমানে যারা ক্ষমতায় তাদের বিরোধী দলে দেখেছি, তার আগে সরকারেও দেখিছি,বর্তমানে আবারও সরকারে দেখছি। সরকারে থাকতে বলতে নিজেদের কর্মীদের উদ্দ্যেশ্যে বলতে শুনেছি "আপনাদের একজন মারলে দশ জন মারবেন।বিরোধী দলে থাকতে লগি বৈঠা দিয়ে মানুষ মারতে হুকুম দেওয়া।হুকুম অনুযায়ী কর্মীদের হুকুম তামিল করা (সাপের মত পিটিয়ে পিটিয়ে মানুষ মারা)। বর্তমানে প্রিতিদিন দলীয় ক্যডার দিয়ে ও পুলিশ দিয়ে মানুষ হত্যা করা।তা ছাড়া নিজেদের আন্তকোন্দলের নিয়মিত খুনাখুনি হওয়া।নিজেদের হাতে নিজেদের কর্মী খুন হওয়ার পর

অন্যদের ঘাঢ়ে দোষ চাপনো।বিরোধী দলে থাকা অবস্থায় হরতালে ও সন্ত্রাসে ১ম স্থান অধীকারী।সরকারে থাকতে দুর্নিতী,গুম,দলীয় করন,রাজনৈতিক পতিহিংসা ও ইত্যাদি ইত্যাদিতে প্রথম স্থান অধিকারী দলের প্রধান অন্য দলের ৩য় স্থান অধীকারিকে বলে তুমি অন্যায় ছেড়ে ভাল পথে এসো....

বিষয়: বিবিধ

১৫৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File