আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সর্ম্পকে কিছু তথ্য: -

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৪ আগস্ট, ২০১৪, ০২:৪৯:৫৩ দুপুর



ক. চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর ৫ দিন করে টানা ২৯ বছর। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এ মাহফিলে দু’বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খ. খুলনা সার্কিট হাউজ ময়দান সহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর ২ দিন করে ৩৮ বছর

গ. সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর ৩ দিন করে টানা ৩৩ বছর

ঘ. রাজশাহী সরকারী মাদ্রাসা মাঠে প্রতি বছর ৩ দিন করে এক টানা ৩৫ বছর

ঙ. বগুড়া শহরে প্রতি বছর ২ দিন করে একটানা ২৫ বছর

চ. ঢাকা কমলাপুর রেলওয়ে ময়দান ও পল্টন ময়দানে প্রতি বছর ৩ দিন করে একটানা ৩৪ বছর

৪. রাজনৈতিক জীবনঃ ১৯৭৯ সালে জামায়াতের সাধারণ সমর্থক হিসেবে যোগদান করেন। ১৯৮৯ সালে জামায়াতের মজলিসে শুরার সদস্য হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দ্বায়িত্ব পালন করছেন।

৫. আন্তর্জাতিক অঙ্গনেঃ

ক. ১৯৭৬ সাল থেকে সৌদি আমন্ত্রনে রাজকীয় মেহমান হিসেবে তিনি হজ্জব্রত পালন করে আসছেন। ১৯৯০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিবছর রমজান মাস মক্কামদীনায় থাকা রুটিন হয়ে গিয়েছিল তাঁর।

খ. ১৯৮২ সালে ইমাম খমিনির আমন্ত্রনে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উজ্জাপন উপলক্ষে তিনি তেহরান সফর করেন । ১৯৯১ সালে সৌদি বাদশার আমন্ত্রনে কুয়েত - ইরাক যুদ্ধের মিমাংসা বৈঠকে তিনি যোগদান করেন । ১৯৯১ সালে ইসলামী সারকেল অফ নর্থ অ্যামেরিকা তাকে "আল্লামা" খেতাবে ভূষিত করেন ।

গ. ১৯৯৩ সালে নিউইয়ার্কে জাতিসঙ্ঘের সামনে অ্যামেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা দেলোয়ার হোসাইন সাইদিকে "গ্র্যান্ড মার্শাল "পদক দেয়া হয় । দুবাই সরকারের আমন্ত্রনে ২০০০ সালের ৮ই ডিসেম্বর আরব আমিরাতে ৫০,০০০ হাজারেরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন ।

ঘ. লন্ডন মুসলিম সেন্টারের উদ্ভধনি অনুষ্ঠানে কাবা শরিফের সম্মানিত ইমাম "শায়েখ আব্দুর রাহমান আস সুদাইসির" সাথে মাওলানা সাঈদিও আমন্ত্রিত হন ।

৬. মাওলানা সাঈদীর হাতে হাত রেখে ছয় শতাধিক অমুসলিম ইসলামের সুমহান আদর্শে দিক্ষিত হন ।

আমরা এই মজলুম মানুষটির মুক্তি চাই........

বিষয়: বিবিধ

২৫০৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250779
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৪
একাকী মানুষ লিখেছেন : উনার মুক্তি চাই, তবে তাকে অবশ্যই জামাআত পরিত্যাগ করতে হবে ।
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৮
195017
সত্য নির্বাক কেন লিখেছেন : কি কারণ??
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:২৭
195120
বাজলবী লিখেছেন : জামায়াত ত্যাগ করে ওনার মুক্তি ওনি নিজেও চাননি জনগণও চাই না।
250782
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৫
তরিকুল হাসান লিখেছেন : ভাল লাগল। ধন্যবাদ।
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৭
195016
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
250909
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:০৯
আবু ফারিহা লিখেছেন : অনেক গুরুত্বপূ্র্ণ তথ্য। অাপনাকে ধন্যবাদ।
250921
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:২৬
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : নিঃশ্বর্তে মুক্তি চাই ।
250923
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:৩০
বাজলবী লিখেছেন : এ জামানার একজন ইসলামী অান্দোলনের উজ্জল নক্ষত্র। গুরুত্তপূর্ণ তথ্য ধন্যবাদ।
250935
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৫
একাকী মানুষ লিখেছেন : আরে ভাই,কথা হইল কি কথা কিন্তু তা না, জামায়াত ছারা দরকার এই কারনে যে, জামায়াত ইসলাম হল মওদুদীর বিশ্বাসে বিশ্বাসী যেই মওদুদী সাহেব আমাদের নবীজী (সাঃ) এর ভুল ধরেছিল ।
250937
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৯
একাকী মানুষ লিখেছেন : এসকল কিছু জানা ছিল না ।জানানোর জন্য পিলাচ ।
251025
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:৫৩
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : তার মুক্তি কামনা করছি । অনেক কিছু জানলাম ।

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/50358
আমার এই বরকতময় লেখাটা পড়ার জন্য সবাইকে অনরোদ করছি । এই লেখা পড়রে দোজাহানের অশেষ নেকি হাসিল হবে ।


সম্মানিত ভাই ও দোস্ত !
সম্মানিত বোন ও খালাম্মা !
আমার হৃদয়ে অন্তস্হল হতে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন ।
আমার লেখা যদি ভাল লাগে আমার জন্য আপনারা দুয়া করবেন । প্রচন্ড পড়াশোনা করে আমি লেখালেখি করে থাকি । শুধুমাত্র আপনাদের কাছে ইসলামের সত্যিকার মর্মবানীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ।
কিন্তু ইদানিং বিপথগামী মুসলিম আমাকে ক্রমাগত হুমকি প্রদান করে যাচ্ছেন যাতে আমি কোনক্রমেই নেট ব্যবহার না করি এবং মসজিদে যাতায়াত না করি ।
তাদের অনেকে আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছেন এবং আমার বিয়ে পর্যন্ত ভেঙ্গে দেওয়ার জন্য তারা হেন কাজ নেই করছেন না । । আমি অত্যন্ত ধৈর্যশীল হওয়ায় আমি তাদের সাথে বিনয়ী আচরণ করে যাচ্ছি এবং আমি তাদের সত্যিকারভাবে ইসলামের আদর্শকে ধারণ করার আহবান জানাচ্ছি ।
আর কিছু লোক এই ব্লগে আর ফেসবুকে আমার সম্পর্কে আজে বাজে কথা বলে যাচ্ছে । আর কুচ্ছিত ভাষায় মন্তব্য লিখে যাচ্ছেন । অথচ তারা এক সময় প্রচন্ড ভদ্র ও অমায়িকভাবেই এই ব্লগ সাইটে মন্তব্য লিখতেন । এই ব্যাপারে সবাইকে বিনয়ী ও নম্র হওয়ার আহবান জানাচ্ছি । অন্যথায় আল্লাহ আমাদের সবাইকে হাসরের মাঠে মুসলিম ভ্রাতৃত্ব বিনষ্ট করার জন্য পাকড়াও করবেন ।
সবাইকে আমার জন্য এবং আমার বিরোধী মুসলিম ভাই-বোনদের জন্য দুয়া করার জন্য অনুরোদ করছি ।
আমি চাই আপনাদের প্রেম,ভালবাসা,প্রীতি,শ্রদ্ধাঞ্জলি ও স্নেহ ।
আল্লাহই সব । বাকি সব মিথ্যা ।
ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ।
251118
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৫১
আল সাঈদ লিখেছেন : কোন কথা হবে না । মুক্তি চাই।
১০
251130
০৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৪
প্রবাসী মজুমদার লিখেছেন : এষর্নীয় যোগ্যতার অধিকারী এ মানুষটি যেন সেই ঈমানের পরীক্ষাই দিচ্ছেন। তার এ ফয়সালার মাধ্যমেই হয়তবা ক্ষমতা লোভী অহংকারী এক অযোগ্য অথর্ব লেডি হিটলারের পতন ঘটবে।
১১
251148
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাসারে পাশের কলেজিয়েট স্কুল মাঠ থেকে শুনে আসছি তার আওয়াজ। আরো শুনতে চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File