জামাত শিবির ছাত্রী সংস্থার প্রতি গণ আকাঙ্ক্ষা ........
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৪ মে, ২০১৪, ১০:০৯:৩০ সকাল
মানুষ উদগ্রীব আমরা কি পারছি আমাদের করনীয় কাজ করতে??
সকালে অফিসে আসতে না আসতেই হন্ত দন্ত হয়ে ছুটে আসল আমার ম্যানেজার স্যারের ড্রাইভার।
উনি বললেন সরকারী এক বড় কর্মকর্তা তার মেয়েকে ছাত্রী সংস্থায় দিতে চান।
এই কাজে সহযোগিতা মানে Introduce করে দেওয়ার জন্য সুদূর বরিশাল থেকে এক মহিলা রুকুন ঢাকায় এসেছেন ।
যেহেতু উনি স্থানীয় দ্বায়িত্বশীলাকে চিনেন না তাই রুকুন ভদ্র মহিলা তার আত্বীয় ড্রাইবারকে ধরেছেন সহযোগিতা করার জন্য।
ড্রাইভার সাহেব তাই আসলেন আমার সহযোগিতা নিতে । আমি ও চেস্টা করলাম আলহামদুলিল্লাহ।
যা হোক কয়েক দিন আগে সাবেক আরেক বড় আমলা তার মেয়েকে ছাত্রী সংস্থায় দিতে চায়। সে পড়ে চট্টগাম বিশ্ববিদ্যালয়ে।
আমি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যাল্যের ছাত্র ছিলাম তাই আমার কাছে সহযোগিতা চায়।
শিবির আমাদেরকে এমন এক কারিকোলাম শিক্ষা দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের আট বছরে ও কোন নেত্রী তো দূরে থাক কর্মীর সাথে ও কথা বলতাম না। যা হোক ভাগ্যচক্রে চবির সাবেক সভানেত্রী আমাদের অফিসে চাকুরী করার সুবাদে তার সহযোগিতায় পার পেয়ে গেলাম।
মুল কথা যেটি বলতে চাচ্ছিলাম সেটি হল
সবার মধ্যে জামাত শিবির ছাত্রী সংস্থা সম্পর্কে আমোগ এক আকর্ষণ / আকাঙ্ক্ষা তৈরী হয়েছে ।
আমরা হয়ত ঘরে ঘরে গিয়ে আগের মত দাওয়াতী কাজ করতে পারছি না সেটি ঠিক, কিন্তু গণ আকাংখায় আমরা যদি চোখ কান খোলা রেখে সাড়া দিতে পারি তবে
" এই কাফেলা রুখতে পারে সাধ্য কার.........
এই কাফেলা আল্লাহ ছাড়া বাধ্য কার.......... "
বিষয়: বিবিধ
১৫৯১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কে আছে জোয়ান হও আগুয়ান, কার আছে হিম্মত।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আগামীদিনের নিপীড়িত মানবতার হাল ধরার জন্য আসছে। ইনশাআল্লাহ।
বর্তমান সময়ে মনে হয় এক্ষেত্রে একটু সহজ হওয়া উচিত। কেউ যদি কাউকে নাই চিনেন তাহলে একই আদর্শের আন্দোলনে প্রয়োজনীয় সহযোগীতা কিভাবে করবেন?
মন্তব্য করতে লগইন করুন