জামাত শিবির ছাত্রী সংস্থার প্রতি গণ আকাঙ্ক্ষা ........

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৪ মে, ২০১৪, ১০:০৯:৩০ সকাল



মানুষ উদগ্রীব আমরা কি পারছি আমাদের করনীয় কাজ করতে??

সকালে অফিসে আসতে না আসতেই হন্ত দন্ত হয়ে ছুটে আসল আমার ম্যানেজার স্যারের ড্রাইভার।

উনি বললেন সরকারী এক বড় কর্মকর্তা তার মেয়েকে ছাত্রী সংস্থায় দিতে চান।

এই কাজে সহযোগিতা মানে Introduce করে দেওয়ার জন্য সুদূর বরিশাল থেকে এক মহিলা রুকুন ঢাকায় এসেছেন ।

যেহেতু উনি স্থানীয় দ্বায়িত্বশীলাকে চিনেন না তাই রুকুন ভদ্র মহিলা তার আত্বীয় ড্রাইবারকে ধরেছেন সহযোগিতা করার জন্য।

ড্রাইভার সাহেব তাই আসলেন আমার সহযোগিতা নিতে । আমি ও চেস্টা করলাম আলহামদুলিল্লাহ।

যা হোক কয়েক দিন আগে সাবেক আরেক বড় আমলা তার মেয়েকে ছাত্রী সংস্থায় দিতে চায়। সে পড়ে চট্টগাম বিশ্ববিদ্যালয়ে।

আমি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যাল্যের ছাত্র ছিলাম তাই আমার কাছে সহযোগিতা চায়।

শিবির আমাদেরকে এমন এক কারিকোলাম শিক্ষা দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের আট বছরে ও কোন নেত্রী তো দূরে থাক কর্মীর সাথে ও কথা বলতাম না। যা হোক ভাগ্যচক্রে চবির সাবেক সভানেত্রী আমাদের অফিসে চাকুরী করার সুবাদে তার সহযোগিতায় পার পেয়ে গেলাম।

মুল কথা যেটি বলতে চাচ্ছিলাম সেটি হল

সবার মধ্যে জামাত শিবির ছাত্রী সংস্থা সম্পর্কে আমোগ এক আকর্ষণ / আকাঙ্ক্ষা তৈরী হয়েছে ।

আমরা হয়ত ঘরে ঘরে গিয়ে আগের মত দাওয়াতী কাজ করতে পারছি না সেটি ঠিক, কিন্তু গণ আকাংখায় আমরা যদি চোখ কান খোলা রেখে সাড়া দিতে পারি তবে

" এই কাফেলা রুখতে পারে সাধ্য কার.........

এই কাফেলা আল্লাহ ছাড়া বাধ্য কার.......... "

বিষয়: বিবিধ

১৫৯১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225323
২৪ মে ২০১৪ সকাল ১০:২৭
ডাহুকী লিখেছেন : তারা মুখের ফুতকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তার আলোকে পূর্ণরুপে বিকশিত করবেন যদিও কাফেরা (নাস্তিকেরা) তা অপছন্দ করে। (সুরা আস সফ:০৮)
২৪ মে ২০১৪ বিকাল ০৪:৩৩
172579
সত্য নির্বাক কেন লিখেছেন : মহান রব নিঃসন্দেহে সত্য বলেছেন ।
225344
২৪ মে ২০১৪ সকাল ১১:৫১
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ মে ২০১৪ বিকাল ০৪:৩৪
172581
সত্য নির্বাক কেন লিখেছেন : ভাল লাগা প্রকাশ করায় আপনাকে মোবারকবাদ।
225362
২৪ মে ২০১৪ দুপুর ১২:১৯
আহমদ মুসা লিখেছেন : নিজেরা সমাজের অবনতিশীল অধ‍‍‍:পতন দেখে হয়তো নীতিনৈতিকতা কোথায় পাওয়া, ধর্মীয় অনুশাসনের প্রশিক্ষণ কোথায় পাওয়া যায় তা এই পরিনত বয়সে এসে বুঝতে পেরেছে। এ জন্যই তারা চুটছে যাদের কাছে ইসলামের আলো রয়েছে, যারা ধারণ করে ইসলামী জীবন বিধানের আলোকে সুন্দর জীবন চক্রের গতি পকৃতি। এমন একটি কাফেলা তো যে কোন সচেতন অভিবাবক তার সন্তানদের জন্য খুজে দেখতেই পারে। আর তা যদি ছাত্রী সংস্থা বা সে রকম কোন সংঘঠন এসব পথে আহবান করে রাহবারের ভুমিকায় অবতীর্ণ হয় তাহলে তো সেটা নজরে পড়বেই।
২৪ মে ২০১৪ বিকাল ০৪:৩৫
172582
সত্য নির্বাক কেন লিখেছেন : জ্যি । যাযাকাল্লাহ।
225373
২৪ মে ২০১৪ দুপুর ১২:২৪
সুশীল লিখেছেন : পিলাচ মাইনাস
২৪ মে ২০১৪ বিকাল ০৪:৩৫
172583
সত্য নির্বাক কেন লিখেছেন : কেন??
225413
২৪ মে ২০১৪ দুপুর ০১:২৮
আমীর আজম লিখেছেন : ঢুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ।
কে আছে জোয়ান হও আগুয়ান, কার আছে হিম্মত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আগামীদিনের নিপীড়িত মানবতার হাল ধরার জন্য আসছে। ইনশাআল্লাহ।
২৪ মে ২০১৪ বিকাল ০৪:৩৬
172584
সত্য নির্বাক কেন লিখেছেন : ইনশেয়াল্লাহ।
225484
২৪ মে ২০১৪ দুপুর ০৩:৩৭
পুস্পিতা লিখেছেন : শিবির আমাদেরকে এমন এক কারিকোলাম শিক্ষা দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের আট বছরে ও কোন নেত্রী তো দূরে থাক কর্মীর সাথে ও কথা বলতাম না।
বর্তমান সময়ে মনে হয় এক্ষেত্রে একটু সহজ হওয়া উচিত। কেউ যদি কাউকে নাই চিনেন তাহলে একই আদর্শের আন্দোলনে প্রয়োজনীয় সহযোগীতা কিভাবে করবেন?
২৪ মে ২০১৪ বিকাল ০৪:৩৮
172587
সত্য নির্বাক কেন লিখেছেন : এখন তো আর শিবির নাই । জামাত করি । তাই নিজের মা, বউ, শাশুড়ী,শালীদের হেল্প নিই.....
২৪ মে ২০১৪ বিকাল ০৪:৩৮
172588
সত্য নির্বাক কেন লিখেছেন : এখন তো আর শিবির নাই । জামাত করি । তাই নিজের মা, বউ, শাশুড়ী,শালীদের হেল্প নিই.....
225523
২৪ মে ২০১৪ বিকাল ০৪:৪৫
মুজিব সেনা লিখেছেন : আপনি তাবলীগ জামাত করেন নাকি জামাত শিবির করেন? যদি তাবলীগ জামাত করেন তাহলে আছি। জামাত শিবির করলে সাথে নাই। Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File