ফ্ল্যাশব্যাকঃ

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৩ এপ্রিল, ২০১৪, ০৩:৩৩:৩৬ দুপুর



ফ্ল্যাশব্যাকঃ



......কর্মকর্তা চিৎকার করে উঠলেন- স্টপ! ডেড বডি দেখা যাচ্ছে। হকচকিয়ে ওঠেন বুল ডোজার চালক। বন্ধ করেন মেশিন। ছোটাছুটি শুরু করেন রেড ক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়াররা।

উপস্থিত হন সিআইডির ক্রাইম সিন বিভাগ। সেনা কর্মকর্তারা অকুস্থলে ছুটে যান। দেখতে পান- ধ্বংসস্তুপের নিচ থেকে বেরিয়ে এসেছে দুটি পা .........

ফুলে-ফেপে ঢোল হয়ে আছে। পাশেই পড়ে আছে পুরুষের ব্যবহৃত প্লাস্টিকের একটি স্যান্ডেল। ছিল হাফ হাতা শার্ট। তা দেখেই শনাক্ত করা হল- এটি পুরুষের মরদেহ………





- ৩০০ ক্যান অক্সিজেন নিয়ে আমরা সাভারের দিকে ।

-৫০০ বস্তা শুকনো খাবার নিয়ে ছুটছি , সাথী হতে চাইলে আসুন ।

-এখনই ৩০ ব্যাগ ০ পজিটিভ ব্লাড লাগবে , শেয়ার করুন ।

- ধন্যবাদ সবাইকে , আমরা পর্যাপ্ত পরিমান ব্লাড পেয়ে গেছি । কে বলে ফেসবুক দিয়ে কিছু হয় না ?

- আমাদের ১০ জনের দল হাতুড়ি-বল্লম-হ্যাক্সো ব্লেড নিয়ে উদ্ধারে যাচ্ছি ...

- এইমাত্র একজনকে বের করে নিয়ে আসলাম ...... আবারও বিল্ডিং এর ভেতর ঢুকতে হবে ......

- প্রচুর মানুষ উদ্ধারের জন্য তৈরী হয়ে ছুটে আসছে ...... শ্রমিক ভাইয়েরা আরেকটু অপেক্ষা করো ......





- ভাই আমাকে এখান থেকে বের করেন, আমার একটা দুই বছরের ছেলে আছে। ওর জন্য আমাকে বাঁচান, ওরে দুধ খাওয়াতে হবে।

-- শাহীনা ! বইন আমার। আমি তোমার মায়ের পেটের ভাই লাগি। তুমি তোমার জামাটা খোলো। তোমার জামাটার জন্যে তোমার হাত আটকায় আছে। রডটাও কাটা যাচ্ছে না।

- যেইভাবে পারেন, আমারে বাঁচান ভাই। যদি না পারেন, আমার ছেলেডারে দেইখেন আপনেরা। ওরে দেখার আর কেউ নাই। মরার আগে ওরে একটু আইনা দিবেন? না পারলে দেশে একটু খবর পৌছায় দিবেন। ...

(কুষ্টিয়া থেকে অল্প কিছু অর্থের বিনিময়ে আধুনিক যুগের দাসের জীবন বেছে নিয়েছিলেন শাহীনা । মাত্র দেড় বছর বয়সী শিশুটিকে দেখে যেতে পারেন নি , ১০৮ টি ঘন্টা যুদ্ধ করেছিলেন উদ্ধারকর্মীদের সাথে দাঁত চেপে , মৃত্যুর বিরুদ্ধে । উদ্ধার হয়েছিলেন শাহীনা ঠিকই , কিন্তু মৃত্যুর কাছে পরাজিত হয়ে । সারা দেশের মানুষের সাথে উদ্ধারকর্মীদের কান্না ...... )





-মিডিয়ায় বারবার দেখালে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে – বিবৃতি বিজিএমআইএ’র ।

-UK rescue aid rejected after Dhaka factory collapse - Telegraph

-টানাহেচড়াতেই ভবন ধস, অটল স্বরাষ্ট্রমন্ত্রী - bdnews24.com

-‘ওরে ফোন কইরা মরণের কাছে লইয়া গেছে’ - প্রথম আলো

-উদ্ধারকার্যে বিদেশী সাহায্যের প্রস্তাব প্রত্যাখান সরকারের ।

-ধ্বংসস্তুপ সরালেই মিলছে লাশ ।

-‘লাশ গুমের অভিযোগ দুঃখজনক’ – মেজর জেনারেল হাসান সোহরাওয়ার্দী ।

-সোহেল রানাকে গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর ।

-সোহেল রানা গ্রেফতার , বের হলে কাউকে ছাড়বোনা –হুংকার সোহেল রানার ।

-টাইমের বর্ষসেরা আলোচিত ছবি – কংক্রিটের স্তূপের নিচে একে অন্যকে ধরে থাকা অবস্থায় চাপা পড়ে আছেন একজন নারী ও একজন পুরুষ। টাইম ছবিটির শিরোনাম দিয়েছে ‘শেষ আলিঙ্গন’ ।

শাহীনাদের মতন আরো অনেকের শেষ আলিঙ্গন করা হয়নি প্রিয়জনের সাথে , শিশুকে দেখতে যেতে পারেন নি বাবা-মা’রা , চাপা পড়া এক বিধ্বস্ত মৃত্যুকে আলিঙ্গন করতে হয়েছে ।

এবং এইসব ফ্ল্যাশব্যাক কেন ?

একবছর হবার আগেই রানা প্লাজা থেকে মিলছে হাড়গোড়-খুলি , এবং ১১ মাসের মাঝেই সোহেল রানা জামিন পেয়েছে ।

যদি তাতে আপনাদের মনে শাহীনাদের ............অথবা সেই আলিঙ্গনরত মৃত যুগলকে অথবা ......এখনও বহাল তবিয়তে চুটিয়ে ৩ হাজার টাকায় দাস পুষে রাখা শ্রমিকদের মালিকদের কথা ......অথবা আমাদের সকলের চেষ্টা যাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামিন পেয়ে গেল রানা , তাও যদি একটু মনে পড়ে ......



আর কিছু না ।(collected frm- দূর্যোধন দূর্যোধন)

বিষয়: বিবিধ

১৩৯৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207099
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৮
ঘাড় তেড়া লিখেছেন : অনেক সুন্দর লিখা... আপনাকে অনেক ধন্যবাদ।
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪১
155647
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ।
207254
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২০
শেখের পোলা লিখেছেন : প্রকৃত বিচারের দিন বিচার দেখার আগ্রহ রইল৷ ধন্যবাদ৷
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৪
156773
সত্য নির্বাক কেন লিখেছেন : ভাই তখন তো ইয়া নফসি ইয়া নফসি... নিজে বাঁচতে পারবো তো......
207264
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
ভিশু লিখেছেন : রানা যুবলীগের কেউ না!
এইরকম প্রকাশ্য মিথ্যাবাদী শঠ-চরিত্রের একটা লোক এইদেশের প্রধান শোষক!
হায়রে কপালপোড়া বাংগালী জাতি!!!
জয় পয়লা বৈশাখ! রেশমা-নাটক দেখো আর পান্তা-ইলিশ খাও!
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩১
156775
সত্য নির্বাক কেন লিখেছেন : আরো কত নাটক চলছে হায়েনাদের প্রযোজনায়। এইসব ভন্ডামীর পরিসমাপ্তি চাই।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩১
156776
সত্য নির্বাক কেন লিখেছেন : আরো কত নাটক চলছে হায়েনাদের প্রযোজনায়। এইসব ভন্ডামীর পরিসমাপ্তি চাই।
207313
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা খুব দ্রুত ভুলে যাই। মনে করিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩১
156777
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ।
208591
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৩৬
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সর্বত্র দুর্নীতি, সন্ত্রাস, খুনাখুনি আর তারপর এমন ঘটনা। এর পর যদি কেউ বলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে বলে বিদেশের সাহায্য নেয়া যাবেনা তাদের প্রতি কিছু বলার ভাষা নেই। মানুষের প্রানের চেয়ে সস্তা মনে হয় এই দেশে আর কিছু নেই।
208765
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১১
সত্য নির্বাক কেন লিখেছেন : আসলেই মানুষের প্রানের চেয়ে সস্তা এই দেশে আর কিছু নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File