ভেবে দেখুন তারা কি আদো বোকা ছিল???

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৫ মার্চ, ২০১৪, ১২:২৫:০৪ দুপুর



একদিন দুইজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসল দরবারে । উমর (রাঃ) তাদের কাছে জানতে চাইলেন যে, ‘ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ ?’

তারা বলল ‘এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ।’

উমর (রাঃ) বালকটিকে বললেনঃ ‘তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ ?’

বালকটি বললঃ "হ্যা আমি হত্যা করেছি তবে তা ছিল দূর্ঘটনাবশত, আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুড়ে মারল,যা উটের চোখে লাগে । আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল । যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি, পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় ।"

উমর (রাঃ) দুইভাইকে বলেলন ‘তোমরা কি এ বালককে ক্ষমা করবে ?’ তারা বলল ‘না, আমরা তার মৃত্যূদন্ড চাই ।’ উমর রাঃ বালকটির কাছে জানতে চাইলেন ‘তোমার কি কোন শেষ ইচ্ছা আছে?’ বালকটি বলল ‘আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান ,যা আমি এক যায়গায় লুকিয়ে রেখেছি । আমি তিন দিন সময় চাই, যা আমি সেই জিনিস গুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি । আমার কথা বিশ্বাস করুন ।’ উমর রাঃ বললেন ‘আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি এক জন জামিন জোগাড় করতে পার যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে ?’ বালকটি দরবারের চারদিকে তাকাল এত মানুষের মধ্যে কেউই তার জামিন হল না ।সবাই নিচের দিকে তাকিয়ে রইল।

হঠাত্‍ দরবারের পেছন থেকে একটি হাত উঠল । কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী (রাঃ) , তিনি বললেন ‘আমি তার জামিন হব’ চিন্তা করুন জামিন মানে হল, যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারী রাঃ এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং, বালকটিকে ছেড়ে দেওয়া হল । এক দিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসল না, তৃতীয় দিনে দুইভাই আবু যর গিফারীরাঃ এর কাছে গেল ।

আবু যর রাঃ বললেন ‘আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব’ মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারী রাঃ দরবারের দিকে রওনা হলেন । মদিনার লেকজন তাঁর পেছন পেছন যেতে লাগল । সবাই দেখতে চায় কি ঘটে ।আবু যর রাঃ একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন । হঠাত্‍ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসল । লোকেরা সবাই অবাক হল ।

উমর রাঃ বললেন ‘হে বালক তুমি কেন ফিরে এসেছ? আমিতো তোমার পিছনে কোন লোক পাঠাইনি । কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনল?’

বালকটি বলল ‘আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিন কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি’

উমর রাঃ আবু যর রাঃ কে বললেন ‘হে আবু যর তুমি কেন এই বালকের জামিন হলে?’

আবু যর রাঃ বললেন ‘আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন, আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোন মুসলমান তাকে সাহায্য করেনি।’

এ কথা শুনে দুই ভাই বলল ‘আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি’

তারপর বালকটি মুক্তি পেল ।

পৃথিবীতে এরকম অনেকগুলি বোকা মানুষের প্রয়োজন। তাই নয় কি?

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187149
০৫ মার্চ ২০১৪ দুপুর ০১:১৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, শিক্ষনীয় পোস্ট
০৫ মার্চ ২০১৪ দুপুর ০২:০৭
138725
সত্য নির্বাক কেন লিখেছেন : জাযা কাল্লাহ
187161
০৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৭
পবিত্র লিখেছেন :
০৫ মার্চ ২০১৪ দুপুর ০২:০৭
138726
সত্য নির্বাক কেন লিখেছেন : সুন্দর পবিত্র
187172
০৫ মার্চ ২০১৪ দুপুর ০২:১১
মায়িশাহ মুনাওয়ারাহ লিখেছেন : জাঝাকাল্লহু খাইরন,শিক্ষামূলক পোষ্ট। আজ আমাদের কথা ও কাজের সাথে এত অমিল যে এই রকম বোকা খুঁজে পাওয়া খুব দুরুহ ব্যাপার।
187184
০৫ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৫
আমি মুসাফির লিখেছেন :
187191
০৫ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৯
ঈগল লিখেছেন : পৃথিবীতে এরকম অনেকগুলি বোকা মানুষের প্রয়োজন। তাই নয় কি?
হায় মানুষেরা যদি বুঝত!
187202
০৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
মুমতাহিনা তাজরি লিখেছেন : যাজাকাল্লাহ। শিক্ষনীয় পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
187335
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
শফিউর রহমান লিখেছেন : আমরা কবে এমন হতে পারবো? এমনভাবে চিন্তা করতে পারবো? কবে পারবো সবকিছুর উর্দ্ধে আমাদের মুসলমানিত্বকে স্থান দিতে? পারবো কি আমরা কোনদিন?
আল্লাহ! আমাদের তৌফিক দাও।
187598
০৬ মার্চ ২০১৪ রাত ০৩:০৭
সজল আহমেদ লিখেছেন : এরকম সুন্দর একটি শিক্ষনীয় লেখার জন্য ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File