ঐ ভাষণের পাপ মোচন
লিখেছেন লিখেছেন ঈগল ০৫ মার্চ, ২০১৪, ১২:২১:১৬ দুপুর
সালটা ১৯৯৯। পাকিস্তানের বোকামিতে জিতল বাংলাদেশ। দেশ জুরে মহাউৎসব। প্রত্যেক দেশপ্রেমিকের উচ্ছাস হওয়া উচিত, তারা উচ্ছসিত হয়েছিলও। কিন্তু, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী সেই উৎসাহে কালিমা লেপন করে দিলেন তার সেই বিখ্যাত ভাষণটিতে। তিনি বলেছিলেন '৭১ এ হারিয়েছি আবারও হারালাম'!!!!!
আমাদের প্রধানমন্ত্রী কেন এত অস্থির হয়েছিলেন! তিনি কেন ঐ কুখ্যাত উক্তি করেছিলেন? শুনেছি তিনি নাকি শিক্ষিত এবং ঈমানদার মুসলিম! কিন্তু তিনি কেন তার ভাষণগুলিতে যথেষ্ট পরিমাণে অপরকে অপমান করার শব্দসমূহ খুঁজে নেন? আসলে তার সমস্যা কোথায়? কতবড় বেকুব হলে '৭১ এ হারিয়েছি আবার হারালাম' জাতীয় বাক্য প্রয়োগ করতে পারেন এটা ভাবতেই পারছি না। অযৌক্তিকভাবে অপরকে ছোট করতে গিয়ে কখনই বড় হওয়া যায় না- এই সত্যটাও যদি তিনি না বুঝে থাকেন তাহলে বলবো, সত্যিকার অর্থেই তিনি 'রং হেডেড।'
সম্ভবত, তিনার সেই ভাষণটি আমাদের জন্য এক রুপকথার গজবে পরিণত হয়েছে। যদি তা না হয় তাহলে জিততে জিততে কেন হেরে যাচ্ছি আমরা।
চেতনাধারী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোটি ক্রিকেট প্রেমীর আবেদন, মাননীয় নেত্রী দয়া করে গভীর রাতে দুই রাকাত সলাত আদায় করে আপনার উক্ত কুখ্যাত ভাষণের জন্য মহান আল্লাহর কাছে তাওবাসহকারে ক্ষমা প্রার্থনা করুন। আশা করা যায় বাংলাদেশ ক্রিকেট দল অভিশাপ মুক্ত হবে।
বিষয়: বিবিধ
১২৬৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেতনা শেষ হয়ে গেলো
০ এখন যদি পাকিস্তান এই জয় কাদের মোল্লার প্রতি উতসর্গ করে ?
এখন যদি তারা বলে যে , ৭১ এর শোধ তুললাম?
মন্তব্য করতে লগইন করুন