বি এন পি - আওয়ামীলীগের যখন জন্ম হয়নি তখনও জামায়াত ছিল ফিউচারেও থাকবে ইনশাআল্লাহ
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৫ জানুয়ারি, ২০১৪, ১০:৪৭:০০ রাত
দেশকে আওয়ামীলীগের হাত থেকে বাচানোর জন্যই বি এন পি জামায়াত জোট হয়েছিল .আজো এই কারণেই জোট আছে .বি এন পি যদি মনে করে তারা জামায়াতকে ছাড়াই এই উদ্দেশ্য সফল করতে পারবে তাহলে আলহামদুলিল্লাহ তারা এক সেকেন্ড দেরী না করে জোট ভেঙ্গে দিতে পারে !
আদর্শিক ও সাংগঠনিক আন্দোলনে জামায়াত কখনই বি এন পি কে আশা করেনি যে তারা তাদের সাথে থাকবে বরং এটি চাইলেও সম্ভব হতনা .ইসলামী আন্দোলনের ইতিহাস বলে ultimately এই ধরনের সকল সংগঠনই ইসলামী আন্দোলনের শত্রু হতে বাধ্য।
সাধারণ সংগঠনের সাথে ইসলামী সংগঠনের একটা পার্থক্য হচ্ছে সাধারণ সংগঠনের কাছে ক্ষমতার বিকল্প শুধু ক্ষমতাই , ক্ষমতা ছাড়া এদের আন্দোলন সফল বলে বিবেচিত হয়না কিন্তু ইসলামী আন্দোলন হচ্ছে এমন আন্দোলন এখানে আন্দোলন ব্যর্থ হয়েও কর্মীরা সফল হতে পারে .তাই জামায়াতকে নিষিদ্ধ , নেতাদের ফাসি , কর্মীদের উপর অত্যাচার এসবের কিছু করে কোনো লাভ হবেনা . .ইসলামী আন্দোলনকে যে চিপাতেই ফেলেন সেখান থেকে শুরু করাই হচ্ছে আসল কাজ .তাই জামায়াত শিবির তার উদ্দেশ্য সম্পর্কে ক্লিয়ার।
বি এন পি - আওয়ামীলীগের যখন জন্ম হয়নি তখনও জামায়াত ছিল ফিউচারেও থাকবে ইনশাআল্লাহ
বিষয়: বিবিধ
৪৭১১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামায়াত ও বিএনপি একসাথে থাকাটা এখন সময়ের দাবী। বিএনপির সাধারন সাপোর্টার আছে কিন্তু এর নেতারা সব স্বার্থবাদী সাথে কিছু ধান্দাবাজও আছে। মাঠপর্যায়ের কর্মীরাও ১০০% ধান্দাবাজ। এইসব নেতা-কর্মী দিয়ে বিএনপি একা কখনও আওয়ামীদের সাথে পেরে উঠবেন না। এবং বিএনপিকে ট্রাপে ফেলে মুসলিমলীগের মত শেষ করে ফেলবে।
আর জামায়াতের আছে জানবাজ নেতা-কর্মী। আওয়ামীদের মোকাবেলায় একেবারে পারফেক্ট। বিএনপির সাথে জোট না থাকলে জামায়াতকে ব্যান করা হবে যা দেশের জন্য মোটেও ভাল কিছু না।
তাই উভয় দলের ও দেশের স্বার্থের জন্য বিএনপি-জামায়াত জোটের শক্ত আবস্থান খুবই জরুরী।
মন্তব্য করতে লগইন করুন