C P র মেয়ের জন্য লাল জামা লাল শাড়ী।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৪ নভেম্বর, ২০১৩, ১২:০৪:২৪ দুপুর
বাড়বকুন্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারী শহীদ আমিনুল ইসলাম আমিনের ৪ মাস বয়সের কন্যা শিশুকে কোলে নিয়ে তার ভাই।
এর চেয়ে কষ্টের আর কি হতে পারে ???
আল্লাহ !!!
লাল জামা-লাল শাড়ি গত ২ বছর আগে বর্তমান কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাই
আমাকে নিয়ে গেলেন পতেঙ্গায় । বললেন আমার মেয়ের বাসায় যাচ্ছি !
আমি কিছুটা অবাক হলাম । একজন বাবা তার মেয়ের বাড়ীতে যেই
আনন্দ নিয়ে যান ঠিক সেই রকম ই আনন্দ দেখছিলাম দেলোয়ার ভাই
এর চোখে । ঐ বাসায় গিয়ে ওনার মেয়ের পরিচয় জেনে স্তব্দ
হয়ে গেলাম । ওর আব্বু ওর জন্য লাল জামা আনার কথা ছিল । ওর আব্বু ওর জন্য কিনেছিলেন ও লাল জামা । শহীদী ময়দান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন দায়িত্বশীল “আজগর আলী “ ।
দায়িত্তের তাড়নায় সংগঠনের নির্দেশে ক্যাম্পাসেই থেকে গেলেন
আজগর ভাই । সত্যের সাথে বাতিলের সংঘর্ষ অনিবার্য । ক্যাম্পাসেই
শাহদাত বরণ করলেন আজগর ভাই । ওনার মেয়ের জন্য কেনা লাল
জামা আর দেয়া হয় নি । ছোট্ট সেই মেয়েটি বড় হয়ে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যথারীতি বিয়ের আয়োজন। শিবিরের পক্ষ থেকে বিয়ের
সব আয়োজন করা হল । দেয়া হল লাল শাড়ি । আপলক
তাকিয়ে মেয়েটি নিঃশব্দে কেঁদেই যাচ্ছে , বলছে আমার আব্বু আমার
জন্য লাল জামা আনতে পারে নি কেন ? আপনারা কেন আমাকে লাল
শাড়ি দিচ্ছেন ? এটা তো আমাকে আমার আব্বু দেয়ার কথা ছিল ?
বারবকুন্ড জামায়াতের সেক্রেটারি আমিন ভাই রেখে গেলেন ৪ মাসের কন্যা । হয়ত তিনিও তার কন্যার জন্য লাল জামা আনতেন ।
তাঁকে হয়তো লাল শাড়িও দেয়া হবে । কিন্তু তার প্রশ্নের উত্তর
কি আমরা দিতে পারব ?
Abdullah Al Hassan Sakib
বিষয়: বিবিধ
১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন