ইজ্জত ধরে টান!................

লিখেছেন লিখেছেন উড়ন্ত মন ২৪ নভেম্বর, ২০১৩, ১২:০৫:০৩ দুপুর

একদিন এক চোর এক বাড়ীতে ঢুকেছে। তো বাড়ীর মালিক টের পেয়েছে তার বাড়ীতে চোর ঢুকেছে। সে ভাবতে লাগলো আর দেখতে লাগলো চোর কি করে।

চোর বেটা ঘরে ঢুকে আলমারী খুলল। বাড়ীর মালিক তখনও ভাবতে লাগলো আর দেখতে লাগলো চোর কি করে।

এইবার চোর বেটা আলমারী থেকে দামী দামী জিনিসপত্র তার বস্তায় ঢুকালা। তখনও বাড়ীর মালিক ভাবতে লাগলো আর দেখতে লাগলো চোর কি করে।

চোরটা এবার টাকাপয়সা যেখানে যা ছিল তা তার বস্তায় ঢুকাল। বাড়ীর মালিক তখনও ভাবতে লাগলো যে চোর কি করে।

চোরটা এইবার চলে যাবে কিন্তু সে যাবার সময় বাড়ীর মালিকের লুঙ্গিটার দিকে নজর দিল আর অমনি ধরে টান দিল। এইবার বাড়ীর মালিক বলে ওরে ইজ্জত ধরে টান দিল রে।

কিন্তু তখনও বাড়ীর মালিক চোরটাকে না ধরে সে ভাবতেই ছিল। যেই না লুঙ্গি ধরে টান দিল তখন তার ইজ্জতে টান পড়েছে সে ভাবল।

আসলে আমাদের অনেক সময় অনেক কথা বলে আর আমাদের দেশের রাজনীতিবিদরা বলে দেখি কি করে।

কিছুদিন আগে আমাদের মাহী বি চৌধুরী দেশের বাহিরে ছিল। যখন সে দেশে ফিরে আসলো তখন তার বাবা তাকে বলল তোমার কাকু তো চলে গেছে। সে তখন বলল দেখি কি করে।

তার আগে যখন বিএনপির নেতাদের জিজ্ঞেস করা হলো যে কাকু তো এই কথা ঐ কথা নানান কথা বলছে। বিএনপির নেতারা বলল দেখা যাক কি করে।

আওয়ামী লীগ নেতাদের জিজ্ঞেস করা হলে তারাও বলে দেখা যাক কি করে।

কিন্তু কাকু যখন লুঙ্গি ধরে টান দিবে তখন বুঝবে আমাদের দেশের রাজনীতিবিদরা যে তাদের ইজ্জত ধরে টান দিয়েছে আমাদের বেহায়া কাকু।

তাই এখনও সময় আছে এই বেহায়া কাকু যেন ইজ্জত ধরে টান দিতে না পারে সেই ব্যবস্থা করা। কারণ এই বেহায় যেখানে যাবে তার ইজ্জত ধরে টান দিবেই।

কাকু মানে বুঝলেন তো – আরে বুঝলেন না আমাদের বেহায়া এরশাদ কাকু!

কাকু হতে সাবধান!

সাবধান সাবধান সাবধান!

বিষয়: বিবিধ

১২৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File