পলকহীন মেয়ের বাক হীন জিজ্ঞাসা কি অপরাধ ছিল আমার বাবার?

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৫ অক্টোবর, ২০১৩, ০৩:০২:০৪ দুপুর



দুনিয়ার জীবন পরীক্ষাক্ষেত্র স্বরূপ। প্রতি মুহুর্তে তাই জীবন আমাদের কাছ থেকে নানা ধরনের পরীক্ষা নেবে। তাই সম্ভাব্য সবকিছুর জন্য সবসময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যেমন প্রস্তুতি আমরা স্কুল-কলেজের পরীক্ষার জন্য নিয়ে থাকি অনেকটা সেরকম। অন্যের উপর ভরসা করে কি আমরা পরীক্ষার হলে যাই? কখনোই না। কারণ আমরা জানি যার যার পরীক্ষার তাকেই দিতে হবে।পরীক্ষাতেও প্রথম হবার ইচ্ছা ও চেষ্টা জারি রাখতে হবে তোমাকে। আর যারা জীবনের প্রতিটা পরীক্ষায় টপ করতে চায়, অন্যেরা কি করছে কি করছে না সেসব দেখার সময় তাদের থাকে না। জীবনের ছোট ছোট পরীক্ষাগুলোতে সফল হতে হতে তারা ছুটে চলে আখিরাতের চূড়ান্ত সফলতার পানে......

পলকহীন মেয়ের বাক হীন জিজ্ঞাসা কি অপরাধ ছিল আমার বাবার?

ছোট্ট একটি মেয়ে । বয়স আর কতই বা হবে ! চার কিংবা পাঁচ ।

কোরবানির ঈদ আসলেই যার আনন্দের কোনো সীমা থাকতোনা । বাবার কাঁধে উঠে ঘুরে ঘুরে এলাকার সবগুলো গরু দেখতো সে । নিজেদের কেনা গরুকে ঘাস খাওয়াতো, আদর করতো । গরু কিনতে একটু দেরী হলেই বাবাকে বিরক্ত করতো । আর কেনার পর মনে হতো সেটিকে পরিচর্যা করার সব দায়িত্বই যেন সে নিয়ে নিয়েছে । তার এই আনন্দের সাথে একমাত্র সাথী হিসেবে সবসময় যিনি পাশে থাকতেন, তিনি হচ্ছেন তার প্রিয় বাবা ।

আগামীকাল পবিত্র ঈদুল আযহা । সব শিশুরাই কোরবানির পশুকে নিয়ে আনন্দ করছে, খেলছে, ঘাস খাওয়াচ্ছে ।

কিন্তু সেই মেয়েটির আনন্দে যেন আজ ভাঁটা পড়েছে । পড়বেই তো । তার আনন্দের সকল কেন্দ্রবিন্দু প্রিয় বাবা যে আজ আর নেই । ঈমানী তাগিদে বাতিলের বিরুদ্ধে রাজপথে শ্লোগান দিতে গিয়ে পুলিশের গুলিতে তার প্রিয় বাবা আজ পাড়ি দিয়েছেন ওপারে, দুনিয়ার সকল মায়া ও বন্ধন ছিন্ন করে ।

আজ সেই মেয়েটি আর খেলা করেনা । খেলবেই বা কি দিয়ে ? এবার যে তাদের গরুই কেনা হয়নি । আর তার খেলার সাথী প্রিয় বাবাও তো আজ আর নেই । তাই আজকের এই দিনে বাবার কথা চিন্তা করে প্রতিবেশীদের কেনা কোরবানীর গরুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে, আর স্মরণ করতে থেকে বাবার সাথে তার সেই মধুর সৃতিগুলো ।

আজ যেন এটিই তার ঈদ ! এটাই তার আনন্দ !

বিষয়: বিবিধ

১৯৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File