কাগুঁজে মুদ্রা পণ্য কি না

লিখেছেন লিখেছেন সৈয়দ জিল্লুর রহমান ১৫ অক্টোবর, ২০১৩, ০১:১৯:৫৬ দুপুর



কাগুঁজে মুদ্রা ইসলামের দৃষ্টিতে ব্যবসায়িক পণ্য কি না, তা নিয়ে কারো কারো সন্দেহ দেখা দিতে পারে। কারণ যে কাগজে মুদ্রা ছাপানো হয়, তা তো খুব দামী পণ্য নয়। সন্দেহের কারণ এখানেই। কিন্তু গভীরভাবে চিন্তা করলে আপনিও বুঝতে পারবেন যে, মুদ্রা একটি পণ্য; সেটা ধাতব মুদ্রা হোক আর কাগুঁজে মুদ্রা হোক। কারণ মুদ্রা পণ্য না হলে ইসলামের দৃষ্টিতে উহার মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করা জায়েয হবে না। আর দেশীয় মুদ্রা দিয়ে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় একই কারণে নাজায়েয নয়। তবে মুদ্রা পণ্য হলেও উহাকে ভাড়া দেয়া জায়েয নয় এবং সমজাতীয় মুদ্রার ব্যবসা করা জায়েয নয়। যেমন ব্যবসা হালাল হলেও মদের ব্যবসা হালাল নয়। আবার পণ্য ভাড়া দেয়া জায়েয হলেও অর্থ ভাড়া দেয়া জায়েয নয়। যেমন যৌনকর্মে নারীপুরুষের দেহ ভাড়া দেয়া জায়েয নয়।

মুদ্রা একটি পণ্য; সেটা ধাতব মুদ্রা হোক আর কাগুঁজে মুদ্রা হোক। কারণ মুদ্রা পণ্য না হলে উহার মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করা জায়েয হবে না। আর দেশীয় মুদ্রা দিয়ে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় একই কারণে নাজায়েয নয়। তবে মুদ্রা পণ্য হলেও উহাকে ভাড়া দেয়া জায়েয নয় এবং সমজাতীয় মুদ্রার ব্যবসা করা জায়েয নয়। যেমন ব্যবসা হালাল হলেও মদের ব্যবসা হালাল নয়। আবার পণ্য ভাড়া দেয়া জায়েয হলেও অর্থ ভাড়া দেয়া জায়েয নয়। যেমন যৌনকর্মে নারীপুরুষের দেহ ভাড়া দেয়া জায়েয নয়।

বিষয়: বিবিধ

১৩৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File