ফেলানী নয়; তামাশা করা হচ্ছে প্রিয় স্বদেশের সাথে।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫৯:০৫ সকাল
কোর্টের রায়ে রুখবে কে আর কারে
লক্ষ-হাজার ফেলানীরা ঝুলবে কাটা তারে,
দেখতে হবে হাজার হাজার লাশ
বিচার দাবী কেদে কেদে নিচ্ছে গলায় ফাঁস।
নাটকের সিরিয়াল লাগছে! একটার পরে একটা নাটক বুবু জাতিকে উপহার দিয়েই জাতছেন- কোনো বিরাম নাই। একটাকে ঢাকতে- বুবু আরেকটা হাজির করবেন। ২০০০ সালের ড়ৌমারী যুদ্ধের কথা মনে আছে নাকি??????????? বি এস এফ- চোরের মত রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়লো- খাইলো বাংলা বাঁশ। আর হাসিনা পরের দিন ইন্ডিয়া গিয়ে মাফ চেয়ে আসলো। কি আপনার ভুলে গেলেন নাকি???????????? তো সেই হাসুর ভাসুরের/মুরুব্বিদের আবার বিচার আশা করেন??????? আপনাদের তো সাহস কম না!!!! হাসিনা কয় দিন পরে আইন জারি করবে হয়তো- কেও ইন্ডিয়ার বিরোধীতা করতে পারবেনা- করলে- আইন লঙ্ঘনের শাস্তি হবে। হতেও পারে- হাসিনা যেই গতিতে চলছে- তা সন্দেহ করাই যায়।
বিচারের নামে প্রহসনের এই রায়ের চেয়ে, বিচার না হওয়ার শোক কি বেশি ভালো ছিল না ?
#খবরঃ- বিচারের প্রহসন শেষ, ফেলানির ঘাতক খালাস
আসলে রায় তো এমন হবেই । কারণ আমরা এক ফেলানির হত্যা নিয়ে দু'চারটা কথা বললেও প্রতিদিনকার ফেলানি হত্যা নিয়ে ততটাই নীরব আমাদের নিরবতাই ঘাকতদের উৎসাহ দেয়
কে বলেছে ফেলানিকে খুন করেছে বিএসএফ ?
ফেলানি বিএসএফ-এর ভাবমূর্তি নষ্ট করতে কাঁটাতারে ঝুলে #আত্মহত্যা করেছিল । আর বাপ এবং পড়শিরা সে লাশে #রং ছিটিয়ে দিয়েছিল আর কি
---- ০০ সময়ের যত কথা ।। ন্যায় অন্যায় আর প্রতিবাদ পেজ ০০ -----
ধন্যবাদ বিএসএফ ! ধন্যবাদ দিপুদি !
ধন্যবাদ বন্ধুত্ব হে ভারত মাতা !
কাঁটাতারে ঝুলে ছিল ফেলানী নয়, পুরো বাংলাদেশ। আর সেটাকে ‘জায়েজ’ করে নিলো ভারত। বলল, সীমান্তরক্ষী বিএসএসএফ সদস্য অমিয় ঘোষ ‘নির্দোষ’। কী পরিহাস। কী তামাশা।...!!!!
নুপুংসক জাতি হিসাবে চেতনা ব্যাবসা ছাড়া আর কিছু তো করার ক্ষমতা আমাদের নেই । তার পর ও এই বিচার নামক প্রহসন নাটকের প্রতিবাদে ভারতীয় হাইকমিশনের সামনে শান্তি পুর্ণ (নিজেদের অক্ষমতা ঢাকা)বিক্ষোভ কি তরুন প্রজন্ম করতে পারে না ????
স্বপ্ন দেখতে হলে দুঃস্বপ্ন দেখার সাহস চাই..............
ফেলানি হত্যার রায়ের খবর গতকাল বিকাল ৪ টার দিকে ,
-খবরের ১ম সোর্স ছিল বিবিসি (বাংলাদেশের টিভিগুলো বিবিসি-এর রেফারেন্সে দিচ্ছিল )
-খবরের ২য় সোর্স ছিল, ভারতের অনলাইন সংবাদ মাধ্যমগুলো
-ঐশীর জন্যে মায়া কান্না কাঁদতে দেখি অনেক দালালদের, সমাজের প্রতিষ্ঠিত পতিতাদের
-হরতালে ককটেলের আঘাতে অন্তুকে দেখতে প্রধান মন্ত্রী উদগ্রীব থাকে
-রেশমাকে দেখতে প্রধানমন্ত্রীর ব্যাকুলতা আমরা দেখেছি
-কোন এক কুলাংগার, নরকের কীট রাজিবের বাসায় যেতে প্রধানমন্ত্রীর সময় লাগে না
কিন্তু মানবাধিকারের আন্ধা দালাল মিজান বা নারীবাদী নেত্রীদের বা সরকারের পক্ষ থেকে কেউ এই রায়ের ব্যাপারে কিছু বলল না ?? এই না হচ্ছে কথা, এখন তারা চুপ কেন ??
-তাহলে কি তাদের মানবাধিকারের জন্যে মায়া কান্না এই গরীবের জন্যে না ??
-গরীবদের কোন মানবাধিকার থাকতে নেই
-নারী অধিকার গরীবের জন্যে না
-গরীবেরা মরবে এইটাই স্বাভাবিক, তাদের জন্যে কোন করুনা নয়
ফেবুকে অনেকেই এই ব্যাপারে তাদের প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করল, এই অন্যায় আর অবিচারের বিরুদ্ধে । টিভির টকশোতে বক্তারা তাদের ক্ষোভের প্রকাশ করল, তাদের প্রতিবাদের কথা জানাল, কেউ বা এই বিচার হওয়াকেই অনেক বড় পাওয়া, অনেক বড় একটা অর্জন হিসাবে বলতে বলে তার দালালরূপটা নির্লজ্জভাবে প্রকাশ করল । তাদের মানবতা এই গরীব মেয়ের জন্যে না ।
শাহবাগের দেশপ্রেমিকগণ(?) আজ কোথায়?
আজকে ফেলানী হত্যা মামলায় দুষীকে বেকসুর খালাস দিয়েছে সে দেশের বিশেষ আদালত,
বাংলাদেশের নাগরিক হত্যা তাদের কাছে কোন অপারাধই না।
আজ কেন ফাঁসি চাই-ফাঁসি চাই বলে স্লোগান দিচ্ছে না শাহবাগ,
কেন তারা বলছে না-
ভ-তে ভারত
তুই স্বৈরাচার তুই স্বৈরাচার!!!!
কোথায় তোমাদের দেশ প্রেম?
কোথায় তোমাদের স্বাধীনতা প্রেম।
ফেলানি তুমি আমাদের ঋণী করে গেলে!!!
-
-স্বাধীন দেশের নাগরিক হয়েও তোমাকে অন্য দেশের নেকড়েদের হাতে প্রাণ দিতে হল
-আমরা তোমার হত্যার প্রতিবাদ করার মত সাহস দেখাতেও পারি নি
- তোমার নির্মম মৃত্যুর পর, আমরা তো তোমাকে বাংলাদেশের নাগরিক পরিচয় দিতে
অপারগতা প্রকাশ করেছিলাম ( বক্তব্যটা আসে নিউইয়র্ক থেকে দিয়েছিল সাহারা )
-তোমার মামলার পরে বাদিও হতে পারে নি , এই সরকার , এই দেশ
-"বিচার হচ্ছে এইটাই নাকি অনেক বড় একটা পাওয়া !!! " - রায় হল বেকুসুর খালাস...
এই প্রহসন করার জন্যে তুমি ক্ষমা করে দিও ।
রাষ্ট্র যখন নিস্ক্রিয়, তখন জনগণের করার কি থাকে ?? ধিক্কার, নিন্দা, প্রতিবাদ জানানো ছাড়া আর কিবা করার আছে তাদের । তবে জনগণের প্রত্যেকের কাছে ১ টি করে বুলেট আছে,
জনগণ সঠিক সময়ে এই বুলেটের ব্যবহার করবে। প্রত্যেকের কাছে থাকা এই একটি বুলেট
দিয়েই এই হায়না,নেকড়ে,জানোয়ারদের বুক এফোঁড় ওফোঁড় করে দিবে ।
-
>>কাঁটাতারে ঝুলে আছে বাংলাদেশ<<
মাটি ভিজে ফোঁটায় ফোঁটায় করলে তুমি কি হরণ
আমার বোনের রক্ত ঝরে ঘাসের গায়ে শিহরণ!
বন্ধুবেশী তাকে তাকে বন্দুকের মুখ সজ্জিত,
অমানবিক ‘মানবতা’ তুমি কি খুব লজ্জিত?
হয়তো সে বোন এটাসেটার বিনিময়ে ডিম আনতো,
গুলি খেয়ে রাঙা হলো কুড়িগ্রামের সীমান্ত।
কাঁটাতারে, বাঁশে বাঁধা ঝুলন্ত বোন ফেলানি,
দাদাগিরি; তাও কমেনি দীপু মনির তেলানি!
তাই আদালত রায় দিলো হায় খালাস পেলো নির্দোষ—
নয় খুনী সে, বিএসএফের বীর সেনানি অমিয় ঘোষ।(সাইফুল্লাহ মাহমুদ দুলাল: কানাডা প্রবাসী লেখক, কবি)
ভারতীয় টিভি চ্যানেলের চরম জঘন্য রগরগে পরকীয়া প্রেমের মেগা ধারাবাহিক দেখার আগে একবার ভাবুন এরাই সীমান্তে প্রতিদিন লাগাতার আমাদের নিরিহ নিরহপরাধ স্বজন হত্যাকারী খুনী দানব পিশাচ এরাই বাংলাদেশকে চরমভাবে অপমানিত করা ইতিহাসের খলনায়ক মানবতাবিবর্জিত আগ্রাসী ভারত ... ভারতীয় টিভি সিরিয়াল দেখার আগে একবার আমাদের সন্তান ফেলানীর কথা ভাবুন !
আমাদের লোকজন আদৌ কি ভাববে? আমাদের দেশপ্রেম শুধুমাত্র শহীদ মিনারে ফুল দেওয়া এবং অতীতমুখী রাজনীতি মধ্যেই সীমাবদ্ধ। আমরা পাকিস্তানের বিরুদ্ধে পল্টনে বড় বড় গলাবাজি করে বক্তব্য দিতে পারি কিন্তু ভারতের অন্যায়ের বিরুদ্ধ কথা বলতে গেলেই আমাদের বাকশক্তি হারিয়ে যায়।ফালানি মরলে স্টার প্লাস, স্টার গোল্ড এর বাংলাদেশী দর্শকদের কি? ওরা ওর মৃত্যু এবং প্রহসনের বিচারের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। শাহরুখ খান বা ঋত্বিক মরলে ওরা কাদবে, এর আগে নয়।
বিষয়: বিবিধ
১৫৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন