মোরে দূরে সরিয়ে দিওনা

লিখেছেন লিখেছেন অতি তিথির আম্মা আলো ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২০:২২ দুপুর



একি আঁধারে জীবন আমার ভরিয়ে দিলে

ওগো বন্ধু সরে গেলে দূরে সরে গেলে

ভরা আমার সুন্দর জীবনে তুমি চলে গেলে ।

আমি দিয়েছি আমার হৃদয় উজাড় করে

তুমি মুখ ফিরিয়ে চলে গেলে আমার ব্যথা দিয়ে

জীবন হবে এতো দুঃখের কখনো ভাবিনি আমি

এত নিষ্ঠুরতা এত ব্যথা স্বপনের মত লাগে ।

তুমি মোরে দূরে সরিয়ে দিওনা করি আমি অনুরোধ

জানি হয়তো কোন দিন তুমি

জানি হয়তো কোন দিন স্মরণ হবে আমার কথা

সেদিন বন্ধু আমি থাকবো না এ ভুবনে

তখন বন্ধু আমার সমাধির উপর প্রদীপ জ্বেলে

আমার ভালবাসার প্রতিদানে।।

বিষয়: বিবিধ

১৫৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File