তোমার চলার পথে আলো

লিখেছেন লিখেছেন অতি তিথির আম্মা আলো ৩১ অক্টোবর, ২০১৩, ১০:১২:১৬ রাত

দোয়া রেখো তুমি ওগো মোর প্রিয়

যেখানে থাক যে ভাবেই থাক তুমি

পার যেন হতে অনেক অনেক সুখী

আমি জানি যাকে করেছ জীবন সাথী ।

সে যে অনেক সুন্দর অনেক অনেক ভাল

সে জ্বালিয়ে দিয়েছে তোমার চলার পথে আলো ।

সুখী কারো তাকে যাকে করেছ অর্ধাঙ্গিনী

সে যেন তোমায় করে অনেক অনেক সুখী,

আমার এ দোয়া শুধু যে তোমারই জন্য।

বিষয়: সাহিত্য

১৪৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File