পাঠ্যবই : জাতির ভবিষ্যৎ কোন দিকে?????

লিখেছেন লিখেছেন আগুনের ফুলকি ১০ মার্চ, ২০১৩, ০৮:২৫:২৫ রাত

বর্তমানে আলোচিত কয়েকটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হলো বাংলাদেশে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ইসলামের অবমাননা। আমি সে বিষয়ে পরে আসবো। তার আগে অন্য একটি বইয়ের আরেকটি বিষয় নিয়ে লিখছি।

মাধ্যমিক স্তরের সমাজ বইয়ের নাম পরিবর্তন করে লেখা হয়েছে ”বাংলাদেশ ও বিশ্ব পরিচয়”। এই বইয়ের নাম পরিবর্তন কোন বিষয় নয়। আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর ”বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” বইয়ের ৮৬ নয়ং পৃষ্ঠায় লিখা হয়েছে "শিশুদের ব্লুফিল্ম দেখা থেকে বিরত রাখতে হবে।" আচ্ছা একটি বিষয়, ব্লুফিল্ম কি তাহলে বড়রা দেখা বৈধ? এই লেখার মাধ্যমে শিশুদেরকে পরিচিত করানো হচ্ছে ব্লুফিল্মের সাথে। আমরা যদি আমাদের শিশুদেরকে এসব শিখাই তাহলে আমরা ভবিষ্যতে কোন জাতি পাবো। আমরা এমন একটি জাতি পাবো যে জাতি মা ও বোনদের সম্মান করা তো দুরের কথা নিজের বোনের সাথে অনাচার করতেও দ্বিধাবোধ করবে না। আমি ধিক্কার জানাই বইয়ের লেখক সহ পুরো শিক্ষা বোর্ডকে।

বিষয়: বিবিধ

১২৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File