কিসের আবার ট্রাইবুনাল ?
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১০ মার্চ, ২০১৩, ০৮:১৮:৩৩ রাত
কিসের আবার ট্রাইবুনাল ?
"ঘরের শত্রু বিভীষণের" মত জামাত এবং তার দোসররা '৭১ এ পাক হানাদার বাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে বাঙালি নিধনে কাজ করেছে ! ইতিহাসের জঘন্যতম "গণহত্যায়" পাকিস্তানিদের সাথে এই কুলাঙ্গারদের হাত ও রক্তে রঞ্জিত হয়েছিলো সেইদিন ৷ শুধু হত্যা নয় , গণ ধর্ষণ , অগ্নিসংযোগ , লুটপাটের মহা উত্সবে মেতে উঠেছিল সেদিন জামাতিরা ! সেই সময়ের দেশী-বিদেশী পত্র-পত্রিকা বিশেষ করে জামাতের মুখপাত্র "সংগ্রামের" পাতা উল্টালেই তার চাক্ষুষ প্রমান পাওয়া যায় ! '৭১ এর সেই কালো দিন গুলিতে কোনো ট্রাইবুনাল ছাড়াই জামাতিরা খুন করেছিলো এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের , আবাল-বৃদ্ধ-বনিতাদের ! আজ সেই নর পশুরা ইতিহাসের পথ-পরিক্রমায় বিচারের কাঠগড়ায় ! যারা বিনা বিচারে ট্রাইবুনাল ছাড়াই একাত্তরে গনহত্যা করেছিল , যারা দীর্ঘ ৪১ বছর বিনা বিচারে "লাইফ লাইন" পেয়েছে , তাদের বিচারের জন্য কিসের আবার ট্রাইবুনাল ? আমাদের দাবি এই ট্রাইবুনাল এখনি ভেঙ্গে দিয়ে খুনিদের চোখ বেধে টেনে হিচড়ে মিরপুর-রায়েরবাজারে নিয়ে প্রকাস্য দিবালোকে জনগনের দাবি অনুযায়ী "ফাসি" দেওয়া হোক ! তা হলেই জাতি কলঙ্কমুক্ত হবে , ত্রিশ লক্ষ নর-নারীর বিদেহী আত্মা শান্তি পাবে !
জয় বাংলা !
বিষয়: রাজনীতি
১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন