এক ব্যাথিত মানুষের ব্যাথা!
লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ১০ মার্চ, ২০১৩, ০৮:০৪:১৮ রাত
নিরঝুম রাত, নির্ঘুমে নিদ্রা আসেনি অনেক চোখে
ফুটিয়ে তুলতে পারিনি দুঃখ-কথা তাই পুশে রাখি বুকে।
বিশাল রজনীতে সবাই যখন স্বপ্ন দেখতে মগ্ন
তখনো মোর মনে পড়ে অতীত, আর হৃদয় হয় ভগ্ন।
গহীন রজনীর নীরবতার কারণে কভু কাঁদতে পারিনি
চিৎকার প্রতিধ্বনিত হবার ভয়ে কভু কাঁদতে পারিনি,
লোকলজ্জার ভয়ে কভু কখনো কাঁদতে পারিনি
দহিত হৃদয়কে সুশীতল করতে কভু কাঁদতে পারিনি।
দিবসের কর্ম ব্যস্ততায় ভুলে যায় মোর দুঃখ-কথা
তব রাত্রির নিরবতা বাড়ায় মোর হৃদয় ব্যথা।
অব্যক্ত ব্যথা, বলিতে পারিনা লোকসমাজে সেথা
বলিলেও লাভ নেই বলে, বলছ কেন অযথা!(?)
বিষয়: সাহিত্য
১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন