নাস্তিকরা পরোক্ষভাবে সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করে
লিখেছেন লিখেছেন আগুনের ফুলকি ০৮ মার্চ, ২০১৩, ০৮:২৫:০৬ রাত
[img]http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedimage/firespark/1362752399.jpg[/img
অনেকে হয়তো ভাবতে পারেন যে, আমি এসব কি বলছি। যারা আল্লাহকে বিশ্বাস করা তো দুরের কথা বরং বিভিন্ন ভাষায় গালি দেয় তারা আবার কিভাবে সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার করে। উপরে যে ছবিটি দেখছেন তা একজন নাস্তিকের ফেসবুক ওয়াল থেকে নেয়া। ভাল করে লক্ষ্য করুন যে ছবিটিতে সে কি লিখেছে। সে ইশ্বর ও তার মাঝে মিল খুঁজে বেড়িয়েছে। তার মানে পরোক্ষভাবে সে সৃষ্টিকর্তারি অস্তিত্বকে স্বীকার করে।
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন