ইমাম গাজ্জালী (র) এর কবিতা
লিখেছেন লিখেছেন ফরীদ আহমদ রেজা ২৩ মার্চ, ২০১৩, ০২:২০:৩১ রাত
[ ইন্তেকালের পর তাঁর বালিশের নিচে কবিতাটি পাওয়া যায়]
যে ভাইয়েরা আমাকে মৃত দেখেছেন এবং আমার জন্যে
দুঃখ ভারাক্রান্ত হয়ে বিলাপ করছেন
তাদের বলে দাওঃ
আপনারা কি এ লাশটাকে ‘আমি’ বলে ভাবছেন?
খোদার কসম, এ লাশ ‘আমি’ নয়
আমি রূহ এবং এটা আমার দেহ
কিছুদিনের জন্যে এটা আমার আবাস এবং পোশাক ছিল
আমি একটা মূল্যবান সম্পদ
মাটির তৈরি এ ম্যাজিক-বক্সে খুব কষ্টে ছিলাম
আমি একটি হীরক-খন্ড
একটি খোলসে আমি আবদ্ধ ছিলাম
এটা পরিত্যাগ করে আজ আমি
সকল কষ্ট থেকে মুক্তি অর্জন করেছি।
আমি এক পাখি এবং এটা ছিল আমার পিঞ্জর
আমি উড়ে গেছি
এটাকে রেখে গেছি স্মরণিকা হিসেবে।
সকল প্রশংসা আল্লাহর
তিনি আমাকে মুক্ত করেছেন
আমার জন্যে উর্ধজগতে বাসস্থান বানিয়ে রেখেছেন
কাল অবধি আমি আপনাদের মাঝে এক মৃত মানুষ ছিলাম
আমি এখন জীবন ফিরে পেয়েছি
এবং গায়ের আচ্ছাদন খুলে ফেলে দিয়েছি।
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন