নতুন ব্লগ হিসেবে স্বাগতম
লিখেছেন লিখেছেন এম আর সুমন ২৩ মার্চ, ২০১৩, ০২:০৮:১০ রাত
এই ব্লগটি আজই আমার চোখে পড়লো। এবং অত্যন্ত খুশি মনে বিষয়টি নিলাম। আমি অন্তত সাত বছর ধরে ব্লগিং করছি। এত দ্রুত একটি ব্লগের বিকশিত হওয়া আমি ইতিপূর্বে আর দেখিনি।
যাই হোক , পোষ্টগুলো পড়ার পরে মনে হয়েছে অন্তত সামুর চেয়ে অনেক নিরাপদের এখানে লেখালেখির চর্চা করা যাচ্ছে।
প্রথম পৃষ্ঠায় একসেস এর জন্য এক সপ্তাহ দেরির কথা বলা হচ্ছে। সেটা বোধহয় সঠিক হয় নি্। এটা কি আপনাদের যথেষ্ট মডারেশন প্যানেল নেই বলে?
যাই হোক, ব্লগিং জিনিসটা এমনই যে প্রথম দিন থেকেই অন্যেরা আমার লেখা পড়ুক তাই চাওয়া থাকে। যাই হোক , আপনাদের ব্লগ আমার ভাল লেগেছে বলে এখানে ব্লগিং করার সিদ্ধান্ত নিলাম।
আমি , আমার ব্লগ, প্রথম আলো ব্লগ ও সামুর নিয়মিত ব্লগার বলে অনেকেই আমাকে চেনেন। তাই নিক অপরিবর্তিত রাখলাম।
প্রাসঙ্গিকভাবে আমি সামুতে আমার ব্লগের বর্তমান নিকটির লিংক দিয়ে দিলাম। কেউ চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন।
http://www.somewhereinblog.net/blog/sumon11khan
আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ব্লগের জন্য শুভ কামনা রইলো।
সবশেষে একটি অভিযোগ, আমার ধারনা এই লেখাটি মডুরা ছাড়া আর কেউ পড়বে না। তাই তাদের জন্যই লিখছি, ব্লগে প্রথমে রেজিষ্ট্রেশন করতে গিয়েই আমার কিন্তু খারাপ লেগেছে। রেজিষ্ট্রেশন শব্দটি সেখানে ফন্টের সমস্যার কারনে ভেঙে ভেঙে গেছে। যা অনেকের মনে খারাপ লাগতে পারে। মনে হতে পারে যে এটা মানসম্পন্ন ব্লগ নয়। যেহেতু এই লিংকে ক্লিক করতেই হয় । যাই হোক, হয়তো আরো সমস্যা রয়েছে।
নতুন হিসেবে সমস্যা তো থাকবেই। তবে তাতে কিছু যায় আসে না। সব ঠিক হয়ে যাবে। এই ব্লগের মডুরা যদি কথায় কথায় ব্যান না মারে তবে এখানে লেখালেখি চালিয়ে যাওয়ার ইচ্ছে রাখি।
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন