আমি আম্লীগ- ( ২০১০ সালে লিখেছিলাম.. )
লিখেছেন লিখেছেন কূটনী ২৮ মার্চ, ২০১৩, ০৫:০৭:৫৮ বিকাল
আমি আম্লীগ-
মানুষ আমি হব না কখনও
জানাও তোমরা যতই ধিক!
আমি আম্লীগ-
আমি আম্লীগ আমি ধ্বংস
আমি হলাম শেখ মুজিবের বংশ।
আমি ভীরু কাপুরুষ আমি বদমাশ
মিথ্যাচার আর চাপাবাজী করে কাটে মোর বার মাস।
আমি ধোকাবাজ মিথ্যুক আমি আপোষী
বার বার আমি করিয়াছি মাথা নত করিয়াছি শত চুক্তি।
আমি আম্লীগ-
মানুষ আমি হব না কখনও
জানাও তোমরা যতই ধিক!
আমি আম্লীগ-
আমি চুয়াত্তুরে বাসন্তীর গায়ে লজ্জা ঢাকার জাল
আমি গ্যাংষ্টার শেখ মনি আর ব্যাংক ডাকাত শেখ কামাল।
পদ্মার বুকে বালুচর আমি বিনাসী বাধ ঐ ফারাক্কার,
স্বাধীন-পরাধীন আমি আজীবন ভারতের তাবেদার।
আমি শেখ মুজিবের হারিয়ে যাওয়া রিলিফের কম্বল
চুরি-চাদাবাজি, খুনাখুনি মোর রাজনীতির সম্বল।
আমি আম্লীগ-
মানুষ আমি হব না কখনও
জানাও তোমরা যতই ধিক!
আমি আম্লীগ-
আমি বিদিশার দিশা
লম্পট, স্বৈরাচারের মিত্র,
আমি পুলিশ লেলিয়ে করিয়েছিলাম মসজিদ অপবিত্র।
আমি চালবাজ, চালাচালি করাই আমার কর্ম,
মনে প্রানে আমি সেক্যুলার তবু বলি ইসলাম মোর ধর্ম।
আমি আম্লীগ আমি মানিকের দল,
ধর্ষনে সেঞ্চুরি করে, করি লোকালয়ে কোলাহল।
ক্ষমতার টানে করতে পারি যখন চাহে এ মন যা
বসি নিজামীর পাশে পাশাপাশি, করি মেজবাহর সা্থে ধান্ধা।
আমি আম্লীগ-
মানুষ আমি হব না কখনও
জানাও তোমরা যতই ধিক!
আমি আম্লীগ-
আমি ইডেনের ইজ্জত মারা ঝুম্পা, নিঝুম, তানিয়া
ভবিষ্যতে আমরাই হবো সাজেদা, সাহারা, হাসিনা।
আমি টি এস সি তে ঝরে পরা সেই আবু বকরের তাজা রক্ত,
শত্রু না পেলে নিজেরাই মারামারি করে করি তব হাত শক্ত।
আমি চাদাবাজ, সন্ত্রাসী-খুনী ছাত্র লীগের সহযাত্রী
শত অন্যায় বৈধতা পাবে যদি হও, এ দলের নেতা নেত্রী।
আমি আম্লীগ-
মানুষ আমি হব না কখনও
জানাও তোমরা যতই ধিক!
আমি আম্লীগ-
আমি নির্বাচনে দিনবদলের শুভংকরের ফাকি
দেশ-বিদেশে ঘুরে ফিরে শেষে ষড়যন্ত্রের ছবি আকি।
আমি টালমাটাল ডিজিটাল, আমি দশ টাকা সের চাল,
আমি মিথ্যুক ধোকাবাজ, আমি তোমাদের BAL।
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন