সোনারবাংলাদেশ ব্লগ সম্পাদক মোহায়মেন ভাইয়ের মুক্তি চাই...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৮ মার্চ, ২০১৩, ০৪:৫৮:৩৩ বিকাল

এখন এখানে লিখছি। সোনার বাংলাদেশ ব্লগে আমার ১৬০ টির মত লেখা ছিল। ড্রাফটও নেই। এসবি ব্লগ সরকার বন্ধ করে দিয়ে আমাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করেছে। ব্লগ বন্ধ করল কিন্তু লিংক বন্ধ করল কেন?লিংক থাকলে আমরা লেখাগুলো ড্রাফট করতে পারতাম। আমরা আমাদের লেখা ফেরত চাই।



পুলিশের ভাষ্যমতে নাস্তিক ব্লগার রাজীব (থাবা বাবা) খুন হওয়ার এক মাস আগে খুনের পরিকল্পনা হয়। তাহলে এটা স্পষ্ট যে সোনারবাংলাদেশ ব্লগ কোন ক্রাইমে জড়িত নয়।

আমরা সোনার বাংলাদেশ ব্লগ সম্পাদক মোহায়মেন ভাইয়ের মুক্তি চাই। নাহলে আওয়ামী ব্লগগুলোর দিকেও আমাদের চোখ থাকবে । এক মাঘে শীত যায় না।

বিষয়: বিবিধ

১৫৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File