রুটি কবিতা - এরশাদ কাগু
লিখেছেন লিখেছেন কূটনী ২৬ নভেম্বর, ২০১৩, ০৫:৩৫:০২ বিকাল
রাজনীতিতে এরশাদ কাগু হইছে আবার হিট
তার কর্মে বিএনপি এবার হইয়া গ্যাছে ফিট।
সরকারে যোগ দিয়া কাগু, করে নাই কোন দোষ
বিনা কারনেই বিএনপিরা করিতেছে ফোঁস ফোঁস।
বিএনপির পক্ষে কাগু ছিল না কোন কালেই
কাগুর স্থান সব সময়ই আম্লীগারদের দলেই।
কাগু কইছিলো বুড়া বয়সে করবেনা বেঈমানি
তাইতো কাগু টানিয়া চলেছেন আম্লীগের ঘানি।
জান্নাতে ও যাবে না কাগু হাসিনা বুর সাথে
তাইতো তারা চলছে ছুটে জাহান্নামের পথে।
ডান থেকে বাম করতে মাথা পাল্টে ফেলেন মত
কাগু আমার সোনার ছেলে- আবুল টাইপের সৎ!
“আনপ্রেডিক্ট্যাবল কাগু”- পল্টি তাহার নিতি
তাকে নিয়ে আম্লীগেরও আছে অনেক ভীতি।
পল্টির কথা লিখতে গেলে ফুরিয়ে যাবে ভাষা
বিএনপি কিন্তু এখনো ছাড়ে নাই কাগুর আশা।
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন